ব্রেকফাস্ট স্পোর্টস

১) কোপা আমেরিকা আয়োজনের দায়িত্ব পেল ব্রাজিল। কনমেবলের নতুন ঘোষণায় আপাতত স্বস্তি  ফুটবল প্রেমীদের।

২) অমরিন্দর সিংকে সই করাল এটিকে মোহনবাগান। মুম্বইয়ের এই গোলরক্ষককে পাঁচ বছরের চুক্তিতে সই করাল বাগান কর্তারা।

৩) রিয়াল মাদ্রিদ ছাড়ার পর বিস্ফোরক জিদান। এক সংবাদপত্রে জিজু লেখেন, তাঁর উপর ক্লাবের বিশ্বাস উঠে গিয়েছিল বলেই পদত্যাগ করেছেন।

৪) বড় শাস্তি পেতে চলেছেন সুশীল কুমার। দিল্লি পুলিশ সুশীলের বিরুদ্ধে  মহারাষ্ট্র কন্ট্রোল অফ অর্গানাইজড ক্রাইম আইনের প্রয়োগ আনতে চলেছে।

৫) প্রতীক্ষার অবসান। বাড়ি ফিরলেন প‍্যাট ক‍্যামিন্স, ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথরা। দীর্ঘদিন পর পরিবারকে কাছে পেয়ে আবেগ ধরে রাখতে পারলেন না অজি ক্রিকেটাররা।

আরও পড়ুন:ব্রেকফাস্ট নিউজ

Advt