Thursday, August 28, 2025

বৈঠকে অনুপস্থিত: প্রাক্তন মুখ্যসচিবকে শো-কজ কেন্দ্রের, কড়া জবাব তৈরি আলাপনের

Date:

বদলি নিয়ে মুখ পুড়িয়ে, এবার বৈঠক নিয়ে আলাপন বন্দ্যোপাধ্যায়কে (Alapan Banerjee) প্যাঁচে ফেলতে চাইছে কেন্দ্র। কলাইকুন্ডায় প্রধানমন্ত্রীর বৈঠকে না থাকার কারণে বিপর্যয় মোকাবিলা আইনের 5-A ধরায় রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে শো-কজ করেছে কেন্দ্রীয় সরকার। বৃহস্পতিবারের মধ্যে তাঁকে জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। দিল্লিতে সশরীরে উপস্থিত হয়ে তাঁকে লিখিতভাবে জবাব দিতে বলা হয়েছে। সূত্রের খবর, এর কড়া জবাব দিতে ইতিমধ্যেই চিঠি তৈরি করে ফেলেছেন আলাপন।

গত শুক্রবার কলাইকুন্ডায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi)পর্যালোচনা বৈঠকে উপস্থিত না থাকার কারণেই আলাপনকে শো-কজ করা হয়েছে। রাজ্যের সুপারিশে আলাপন বন্দ্যোপাধ্যায়ের চাকরির মেয়াদ তিনমাস বাড়িয়েছিল কেন্দ্র। কিন্তু কলাইকুন্ডার বৈঠকের পর মুখ্যসচিব হিসেবে নয়, তাঁর অবসর গ্রহণের দিন নর্থ ব্লকে গিয়ে অন্য পদে আলাপনকে যোগ দিতে নির্দেশ দেয় কেন্দ্র। কিন্তু তাঁকে ছাড়তে রাজি ছিলেন না মুগ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার, অবসর নেন আলাপন। তাঁকে মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা হিসাবে নিয়োগের কথা ঘোষণা করেন মমতা। এরপরেই তাঁকে শো-কজ নোটিশ পাঠানো হয়।

 

সূত্রের খবর, এর জবাবে কড়া চিঠি পাঠাচ্ছেন আলাপন বন্দ্যোপাধ্যায়। সেদিনের বৈঠকটি ছিল প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীর। মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, সেই বৈঠকে মুখ্যসচিবকে আমন্ত্রণ জানানো হয়নি। কিন্তু রাজ্যের শীর্ষ স্থানীয় আমলা হিসেবে আলাপনকে সেখানে নিয়ে গিয়েছিলেন মমতা। মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর অনুমতি নিয়েই তাঁরা বৈঠক থেকে বেরিয়ে দিঘায় পরিদর্শনে যান। সাংবাদিক বৈঠক থেকেই মুখ্যমন্ত্রী প্রশ্ন তুলেছিলেন এতে আলাপনের দোষটা কোথায়?

সূত্রের খবর, সেদিনকার ঘটনা, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়ে তাঁর এবং মুখ্যমন্ত্রীর দীর্ঘক্ষণ অপেক্ষা এই সমস্ত কিছু বিষয় উল্লেখ করে চিঠি পাঠাচ্ছেন আলাপন। একই সঙ্গে তাঁকে এ রাজ্যের মুখ্যসচিব হিসেবে এক্সটেনসন দেওয়া হয়েছিল। সেক্ষেত্রে অবসরের দিন তাঁকে দিল্লি গিয়ে অন্য পদে যোগ দিতে বলা কতটা আইনসঙ্গত সেটা নিয়েও প্রশ্ন উঠছে। আলাপনের বদলে নিয়ে আগেই প্রতিহিংসামূলক আচরণের অভিযোগ তুলেছিলেন মুখ্যমন্ত্রী। এবার প্রাক্তন মুখ্যসচিবকে শো-কজের ঘটনা সেই অভিযোগকেই আরও বেশি মান্যতা দিল বলেই মনে করা হচ্ছে।

 

 

 

Related articles

হাসিনার প্রত্যাবর্তনে ভয় পাচ্ছে বিএনপি! নির্বাচন ভণ্ডুলের আশঙ্কা খালেদা জিয়ার দলের

বাংলাদেশ(Bangladesh) জুড়ে রাজনৈতিক অস্থিরতা অব্যাহত। বর্তমানে অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনা করছে। চাপের মুখে পড়ে আগামী বছর ফেব্রুয়ারি মাসে...

রেস্তোরাঁয় বিল মেটাতে না পেরে বাসন ধুয়েছিলেন! ঘরভাড়া মেটাতে হিমশিম খেতেন আশিস

বলিউড (Bollywood) অভিনেতা আশিস বিদ্যার্থী (Ashish Vidyarthi)। নিজের ক্যারিয়ারের শুরুতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন। কিন্তু তারপরেও আর্থিক সমস্যার...

দু’দিনেই তিন হাজার আবেদন! পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে বিপুল সাড়া

রাজ্যে ফিরেছেন কর্মসংস্থানহীন বহু শ্রমিক। তাঁদের আর্থিক সুরাহার লক্ষ্যে নবান্নের উদ্যোগে চালু হয়েছে ‘শ্রমশ্রী’ অ্যাপ। আর যাত্রা শুরুর...

ওয়াক ফর প্যারালিম্পিকসে হাঁটলেন একাধিক বিশেষ ক্ষমতা সম্পন্ন অ্যাথলিটরা

প্রতিবছরের মতো এই বছরও হয়ে গেল সিভিলিয়ান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে walk for paralympics পদযাত্রা। এই পদযত্রা শুরু হয়েছিল...
Exit mobile version