Tuesday, May 6, 2025

বাংলায় সংক্রমণের হার কিছুটা কমছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১০ হাজারের কম মানুষ। দৈনিক আক্রান্তের সংখ্যা ৯,৪২৪ জন। করোনাভাইরাসে প্রাণ গিয়েছে ১৩৭ জনের। সুস্থ হয়ে উঠেছেন ১৭, ৭২২ জন। সুস্থতার হার ৯৩ শতাংশের বেশি।

এরই মাঝে মাথাচাড়া দিয়েছে মারণ ভাইরাস-ব্ল্যাক ফাঙ্গাস। এই পরিস্থিতিতে রাজ্যের অন্যতম কোভিড হাসপাতাল কলকাতা মেডিক্যাল কলেজ থেকে উধাও হয়ে গিয়েছে করোনা চিকিৎসায় ব্যবহৃত জীবনদায়ী ইঞ্জেকশন ২৬টি টোসিলিজুমাব। যার দাম প্রায় ১০ লক্ষ টাকা। অভিযোগের তীর হাসপাতালেরই এক চিকিৎসকের দিকে।

অভিযোগ, প্রভাব খাটিয়ে কর্তব্যরত এক নার্সের কাছ থেকে ওই ইঞ্জেকশন হাতিয়েছেন ওই চিকিৎসক। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।
পুরো বিষয়টি খতিয়ে দেখতে ইতিমধ্যেই উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে কলকাতা মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ। নড়েচড়ে বসেছে স্বাস্থ্য দফতরও।

যেখানে সরকারি নির্দেশ ছাড়া ইঞ্জেকশন নেওয়ার অনুমোদন নেই, সেখানে কীভাবে এত স্টক বেরিয়ে গেল, তা নিয়েই চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনায় এখনও প্রতিক্রিয়া মেলেনি অভিযুক্ত চিকিৎসকের। জানা গিয়েছে, প্যাথলজি বিভাগের নমুনা পরীক্ষার ফর্মে বানানো হয়েছে ভুয়ো প্রেসক্রিপশন। সেই প্রেসক্রিপশন নিয়েই ইঞ্জেকশন নেওয়া হয়েছে।

চিকিৎসকরা জানিয়েছেন, মূলত বাতের রোগের জন্য ব্যবহার করা হয় টোসিলিজুমাব ইঞ্জেকশন। কিন্তু সম্প্রতি চিকিৎসা সংক্রান্ত গবেষণায় প্রকাশ্যে এসেছে যে, করোনা আক্রান্ত মরণাপন্ন রোগীদের ক্ষেত্রে প্রাণ রক্ষা করতে সক্ষম এই ইঞ্জেকশন।

Related articles

ভারতীয় ফুটবলের কোচের দায়িত্ব ছাড়তে পারেন মানোলো মার্কুয়েজ

এবার কী ভারতীয় ফুটবল(Indian Football Team) দলের কোচের দায়িত্ব ছাড়তে চলেছেন মানোলো মার্কুয়েজ(Manolo Marquez)। হঠাত্ই এমন একটা গুঞ্জন...

আইন-শৃঙ্খলায় জোর: ফরাক্কা-ধুলিয়ান-সুতি নিয়ে নয়া মহকুমার ঘোষণা মুখ্যমন্ত্রীর

আইন-শৃঙ্খলায় জোর। ফরাক্কা (Farakka), ধুলিয়ান, সুতি নিয়ে নতুন মহকুমা তৈরি হবে। মঙ্গলবার সুতি-তে ছাবঘাটি ক্ষুদিরাম দাস বিদ্যালয়ের সংলগ্ন...

কানাডায় প্রকাশ্যে মোদি-শাহর কুশপুতুল দাহ! কড়া বার্তা বিদেশমন্ত্রকের

কানাডায় খালিস্তানপন্থীদের ভারত-বিরোধী মিছিলের তীব্র নিন্দা বিশ্বের কোণায় কোণায়। টরন্টোয় (Toronto) খালিস্তানিপন্থীদের মিছিলে ট্রাকে ভারতের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও...

কাশ্মীরে শহিদ ঝন্টু শেখের স্ত্রীকে সরকারি চাকরি, হিংসায় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা মুখ্যমন্ত্রীর

কাশ্মীরে শহিদ তেহট্টের জওয়ান ঝন্টু আলি শেখের পরিবারে পাশে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। জঙ্গিদের লড়াইয়ে শহিদ হয়েছিলেন...
Exit mobile version