Thursday, August 21, 2025

বিদেশি ভ্যাকসিন ছাড়পত্রের জন্য ট্রায়ালের প্রয়োজন নেই ভারতে, সিদ্ধান্ত DCGI-এর

Date:

ভ্যাকসিন সঙ্কটের মধ্যেই বিদেশি কোনও টিকা ছাড়পত্রের জন্য ট্রায়ালের প্রয়োজন নেই ভারতে। নির্দিষ্ট কিছু দেশ এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা কোনও টিকা ব্যবহারে অনুমোদন দিলে ভারতেও সেই ভ্যাকসিন জরুরিভিত্তিতে ব্যবহারের ছাড়পত্র পাবে। জানিয়ে দিলে ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া।

করোনা অতিমারির মধ্যে দেশজুড়ে চলছে ভ্যাকসিন সঙ্কট। কেন্দ্র জানিয়েছে জুলাই বা আগস্টের শুরু থেকেই পর্যাপ্ত ভ্যাকসিন পাওয়া যাবে দেশে। যার জেরে দিনে এক কোটি মানুষকে ভ্যাকসিন দিতে পারবে কেন্দ্রীয় সরকার। আপাতত ভ্যাকসিন মিক্সিংয়ের দিকে যাচ্ছে না কেন্দ্র। কোভিশিল্ড ও কোভ্যাকসিনের প্রোটোকলই মানবে বলে জানিয়েছে সরকার। ইতিমধ্যেই বিদেশি টিকা ট্রায়াল ছাড়াই দেশে জরুরিভিত্তিতে ব্যবহার করারও অনুমতি দিল ডিসিজিআই।

আরও পড়ুন-মোদি-শাহকেও মহামারি আইন শোকজ করা হোক: আলাপন ইস্যুতে তীব্র আক্রমণ অভিষেকের

DCGI-এর প্রধান ভি জি সোমানি চিঠিতে জানিয়েছেন, “ভারতে এই মুহূর্তে প্রচুর পরিমাণে ভ্যাকসিনের প্রয়োজন রয়েছে। দ্রুত টিকাকরণ কর্মসূচিও চালাতে হবে। সেই কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে”। ফাইজার এবং মডার্নার মতো বিদেশি ভ্যাকসিন সংস্থাগুলি ভারতে নিজেদের টিকা বিক্রি করতে চায়। সংশ্লিষ্ট সংস্থাগুলি আবেদন করেছিল, ছাড়পত্র দেওয়ার ক্ষেত্রে ভারতে ট্রায়ালের শর্ত এবং ভ্যাকসিন ব্যবহারের পর কোনও ক্ষতি হলে জরিমানার শর্ত বাতিল করুক সরকার। প্রথম শর্ত মেনে নিয়েছে DCGI। কিন্তু জরিমানা সংক্রান্ত শর্তটি নিয়ে এখনও কিছু জানায়নি DCGI। সূত্রের খবর, ভ্যাকসিন নিয়ে কেউ অসুস্থ হয়ে পড়লে তার দায় ভ্যাকসিন প্রস্তুতকারী সংস্থাকে নিতে হবে না।

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version