Tuesday, August 26, 2025

স্বামীর জুয়া-মদের প্রতিবাদ করায় অত্যাচারের অভিযোগ, আত্মঘাতী স্ত্রী

Date:

স্বামীর মদ ও জুয়া খেলার প্রতিবাদ করেছিলেন স্ত্রী। তার জেরে লাগাতার শারীরিক ও মানসিক অত্যাচার চলায় ওই গৃহবধূ আত্মঘাতী হয়েছেন বলে অভিযোগ উঠেছে। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে মালদা জেলার ইংরেজবাজার থানা কাজি গ্রাম গ্রাম পঞ্চায়েতের বাগবাড়ি বাদ এলাকায়। মৃত গৃহবধূর নাম সুন্দরী মন্ডল বয়স(৩৫) বছর। পরিবারে রয়েছে স্বামী কৃষ্ণ মন্ডল এক ছেলে ও এক মেয়ে। পরিবার সূত্রে জানা যায় মালদা জেলার মোথাবাড়ি থানার সমস্ত এলাকার বাসিন্দা গণেশ মন্ডল এর মেয়ে সুন্দরী মন্ডলের বিগত ১৫ বছর আগে সামাজিক মতে বিয়ে হয় বাগবাড়ি এলাকার কৃষ্ণ মন্ডলের সাথে। বিয়ের পরে পরিবার নিয়ে কৃষ্ণ মন্ডল ভিন রাজ্যে গাজিয়াবাদ এলাকায় কাজে চলে গিয়েছিল। গত পনেরো দিন আগে পরিবার নিয়ে সে মালদায় ফিরে আসে। প্রথমে কৃষ্ণ মন্ডল শ্বশুর বাড়ি থেকে ৪০ হাজার টাকা নিয়েছিলেন বাড়ি তৈরির জন্য। সেই টাকাও জুয়া খেলে হেরে যায়। গত দুদিন আগে আবার শ্বশুর সুদে ধার করে টাকা জামাইয়ের হাতে তুলে দেয়। সেটাও মদ ও জুয়া খেলে হেরে যায় কৃষ্ণ মন্ডল। অভিযোগ, স্বামীর জুয়া এবং মদ খাওয়া প্রতিবাদ করায় সুন্দরীর উপরে চলে মানসিক ও শারীরিক অত্যাচার। সে জ্বালা সহ্য করতে না পেরে বাড়ি থেকে তিন কিলোমিটার দূরে আমবাগানে আজ সকালে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পরিবারের লোকের অনুমান, তাকে মারধর করে গলায় ফাঁস লাগিয়ে ঝুলিয়ে দেওয়া হয়েছে। মৃতের পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে স্বামী সহ শ্বশুরবাড়ি বিরুদ্ধে। পুরো ঘটনা তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ।

 

Related articles

ট্রাম্পের ছোঁয়া পলকাটা হিরেতে! মোদির গুজরাটেই বেকার অন্তত ১ লক্ষ শ্রমিক

বন্ধুত্বের বাহানায় বিপুল ক্ষতির মুখে গোটা দেশকে ঠেলে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে বন্ধু ডোনাল্ড ট্রাম্পের বসানো শুল্কের...

ভয় পেয়েই কুকথা শান্তনুর! ফাঁস মতুয়াদের নিয়ে নোংরা রাজনীতি

মতুয়াদের নিয়ে রাজনীতি করতে মাঠে নেমেছিলেন খোদ নরেন্দ্র মোদি। ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে আধিপত্য কায়েমে বিজেপির নোংরা রাজনীতি দীর্ঘদিনের। ঠাকুরবাড়ির...

নীরবে প্রস্তুতি শামির, দলীপ দিয়েই কামব্যাকের লড়াই

কয়েকদিন আগে এশিয়া কাপের(Asia Cup) দল ঘোষণা হয়েছে। সেখানে সুযোগ পাননি মহম্মদ সামি(Mohammed Shami)। ভারতীয় দলে তিনি ফিরবেন...

রবি ঠাকুরের ‘কঙ্কাল’ থেকে ‘কনকচাপা’: পার্থর নাটক দেখতে ভিড় জিডি বিড়লা সভাঘরে

রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য ভাণ্ডার অবলম্বনে একের পর এক নাটক তৈরি হয়েছে— শারদোৎসব, রাজা, ডাকঘর, অচলায়তন, ফাল্গুনী, রক্তকরবী আজও...
Exit mobile version