Thursday, August 21, 2025

বিপর্যস্তদের পাশে: আজ তাজপুর-মন্দারমণি পরিদর্শনে অভিষেক 

Date:

Share post:

পাথরপ্রতিমা পর আজ পূর্ব মেদিনীপুর যাচ্ছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ক্ষতিগ্রস্ত তাজপুর, মন্দারমণি, রামনগর ঘুরে দেখবেন তিনি। বুধবার পাথরপ্রতিমা-সহ দক্ষিণ ২৪ পরগনার বিস্তীর্ণ বিপর্যস্ত এলাকা পরিদর্শন করেছেন তিনি।

 

পাথরপ্রতিমার দেবীচকের ত্রাণ শিবিরে ঘুরে দেখেন অভিষেক। শিবিরে থাকা দুর্গত মানুষের সঙ্গে কথা বলেন। সকলের কাছে ত্রাণ পৌঁছবে। মুখ্যমন্ত্রী নিজে পুরো বিষয়টা তদারকি করছেন বলে আশ্বাস দেন তৃণমূল সাংসদ।

 

এদিন তিনি যাচ্ছেন পূর্ব মেদিনীপুর। এক সময় সেটা অধিকারী গড় বলেই পরিচিত ছিল। যদিও 2021-এর নির্বাচনের পর সে মিথ ভেঙেছে অনেকটাই। বুধবার, নবান্নে প্রশাসনিক বৈঠক থেকে সেচ দফতরের কাজ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। গত মন্ত্রিসভায় সেচ দফতরের দুজন মন্ত্রী ছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারী। সুতরাং, সেচ দফতরের কাজে অসন্তোষ মানে তাঁদের উপরেই দায় বর্তায়। এখন অবশ্য দুজনই বিজেপিতে। যদিও কাল বিকেলে সাংবাদিক বৈঠক করে, নিজের দায় ঝেড়ে ফেলতে চেয়েছেন শুভেন্দু। এই পরিস্থিতিতে আজ পূর্ব মেদিনীপুরের বিপর্যস্ত এলাকা পরিদর্শনে যাচ্ছেন অভিষেক।

 

ইয়াস থেমে যাওয়ার পরে সেই বিকেলেই ডায়মন্ড হারবারের (Diamond Harbour)বিপর্যস্ত এলাকায় গিয়েছিলেন তৃণমূল সাংসদ। বিপর্যস্ত এলাকা পরিদর্শনের পাশাপাশি কথা বলেন স্থানীয় বাসিন্দাদের সঙ্গে ঘুরে দেখেন ত্রাণ শিবির। তারপরেও দক্ষিণ ২৪ পরগনার বিস্তীর্ণ বিপর্যস্ত এলাকা পরিদর্শন করেছেন তিনি। ত্রাণ শিবিরগুলিতে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন অভিষেক। তাঁদের সুবিধা-অসুবিধা, সমস্যার কথা জানতে চান। নির্বাচনী প্রতিশ্রুতিতে অনেক নেতাই স্থানীয় মানুষের পাশে থাকার আশ্বাস দেন। কিন্তু ভোটের পরে তাঁদের মধ্যে অনেককেই আর খুঁজে পাওয়া যায় না। কিন্তু নির্বাচনের আগে যে কথা দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, নির্বাচনের পর তা অক্ষরে অক্ষরে পালন করছেন তিনি। দক্ষিণ 24 পরগনার সমস্ত দুর্গত এলাকার মানুষ তাঁকে পাশে পেয়ে ভরসা পাচ্ছেন। অভিষেকের ভূমিকাকে কুর্নিশ জানিয়েছেন তৃণমূলের নেতা-কর্মী-সমর্থকরা।

spot_img

Related articles

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...