নিজের হাতে আলিপুরে দুর্গতদের মধ্যে ত্রাণ বিলি মমতা বন্দ্যোপাধ্যায়ের

আলিপুরে ত্রাণ বিলি করছেন মুখ্যমন্ত্রী।

গত বারের লকডাউনের মতো এবারও ত্রাণ নিয়ে রাস্তায় নেমে পড়লেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার আলিপুরে দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসকের দফতরের সামনে ত্রাণ বিলি করেন তিনি। তাঁর সঙ্গে ছিলেন মন্ত্রী ফিরহাদ হাকিম। রাজ্যের করোনা বিধিনিষেধের অসহায় অবস্থায় পড়া প্রায় ৫০০ পরিবারের হাতে ত্রাণ তুলে দেওয়া হবে। বৃহস্পতিবার সেখানে যাঁরা উপস্থিত ছিলেন তাঁদের অনেকের হাতে মুখ্যমন্ত্রী নিজে ত্রাণ তুলে দেন।

নবান্নে বৈঠক সেরে আলিপুরে জেলাশাসকের দফতরে সামনে পৌঁছে যান মুখ্যমন্ত্রী। সেখানে দেখা যায় করোনা বিধি মেনে একে একে ত্রাণ নিয়ে যাচ্ছেন দুস্থরা। সেই ত্রাণের প্যাকেটে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামও লেখা রয়েছে। এই ত্রাণের প্যাকেটে চাল, ডাল, মশলা-সহ নিত্য প্রয়োজনীয় দ্রব রয়েছে।

আরও পড়ুন:শুভেন্দুকে বিরোধীনেতা মানতে নারাজ দলের ৩৪ বিধায়ক, চরম সিদ্ধান্তের হুমকি

গতবার লকডানের সময়ও মুখ্যমন্ত্রী রাস্তায় নেমে ত্রাণ বিলি করেন। এবারও করোনা বিধিনিষেধের মধ্যে মানুষের মাঝে ত্রাণ নিয়ে উপস্থিত হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Advt

 

Previous articleকৈলাস বেপাত্তা, ফোন ধরেন না দিলীপ, বঙ্গের ৪ মাথাকে ফের তোপ তথাগতর
Next articleচোটের কারণে ফ্রেঞ্চ ওপেন থেকে সরে গেলেন অ‍্যাশলে বার্টি