Monday, November 17, 2025

করোনা কালেও ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে বাংলা দেশের সেরা

Date:

Share post:

করোনা অতিমারি (corona pandemic) সংকট এবং লকডাউনের (lockdown) মধ্যেও বিগত আর্থিক বছরে ক্ষুদ্র সঞ্চয় (small saving scheme)প্রকল্পে বাংলা দেশের মধ্যে প্রথম স্থান লাভ করেছে। কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের অধীন ন্যাশনাল সেভিংস স্কিম ইনস্টিটিউট (National savings scheme institute) থেকে প্রকাশিত রিপোর্টে এই সাফল্যের কথা জানানো হয়েছে । ন্যাশনাল সেভিংস ইনস্টিটিউট প্রকাশিত তথ্য অনুযায়ী, বিগত আর্থিক বছরে পশ্চিমবঙ্গে বিভিন্ন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে ডাকঘরে (savings in post office) সঞ্চিত আমানতের পরিমাণ ১ লক্ষ ৩ হাজার কোটি টাকার বেশি। ওই আমানত থেকে আয়ের পরিমাণ ১৯ হাজার ৫৩৮ কোটি টাকা। দ্বিতীয় স্থানে রয়েছে উত্তরপ্রদেশ। সে রাজ্যে ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে জমা পড়েছে ৯৩ হাজার ৯৮০ কোটি টাকার বেশি।

কী কারণে বাংলার এই সাফল্য? কারণ হিসেবে অর্থ দফতর এবং ডাকঘর এজেন্টদের সংগঠন, মানুষের সচেতনতা এবং আর্থিক নিরাপত্তা সম্পর্কে সরকার ও বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের লাগাতার প্রচার কর্মসূচির ভূমিকার কথা উল্লেখযোগ্য। বেআইনি অর্থলগ্নি সংস্থায় টাকা লগ্নি করে সর্বস্বান্ত হওয়া মানুষ আর নতুন করে ঝুঁকি নিতে চাইছেন না। সেই কারণেই ডাকঘরে সঞ্চয়ের প্রবণতা বাড়ছে ।

তবে রাজ্য সরকারের বিরুদ্ধে তাঁদের প্রতি উদাসীনতার অভিযোগ তুলেছেন ডাকঘরের এজেন্টরা । ওয়েস্টবেঙ্গল স্মল সেভিং অ্যাসোসিয়েশনের রাজ্য সম্পাদক নির্মল দাস বলেন, ‘বহু বার দাবি করা সত্ত্বেও রাজ্য সরকার ডাকঘর এজেন্টদের অসংগঠিত শ্রমিকের মর্যাদা দেয়নি । এমন কী তাঁদের কোনও সরকারি পরিচয়পত্রও দেওয়া হচ্ছে না ৷ তার ফলে হেনস্থার শিকার হতে হচ্ছে। পাশাপাশি নানা সরকারি সুযোগ-সুবিধা থেকেও তাঁরা বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ ৷

spot_img

Related articles

অভিষেকের অনুরোধে অনশন প্রত্যাহার, মঞ্চেই অসুস্থ মমতাবালা ঠাকুর ভর্তি হাসপাতালে

তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) অনুরোধে রবিবার রাতেই SIR-এর প্রতিবাদে চলা অনশন প্রত্যাহারের কথা...

গণহত্যার নির্দেশ দিইনি: মৃত্যুদণ্ডের নির্দেশ রাজনৈতিক উদ্দেশ্যমূলক, বিবৃতি হাসিনার

জুলাই গণঅভ্যুত্থানে যে হত্যা হয়েছিল তার নির্দেশ তিনি দেননি, বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ আদালতের রায়ের পরে বিবৃতি পেশ প্রাক্তন...

ইরানের চ্যাম্পিয়নদের হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগে যাত্রা শুরু লাল হলুদের মহিলা ব্রিগেডের

এএফসি মহিলা চ্যাম্পিয়ন্স লিগে ইরানের ক্লাব বাম খাতুনের বিরুদ্ধে ৩-১ গোলে জয়ী ইস্টবেঙ্গল(East Bengal)। লাল-হলুদ ব্রিগেডের হয়ে গোল...

তলানিতে নারী নিরাপত্তা! দিল্লিতে স্টেশনের কাছে মহিলার অর্ধনগ্ন দেহ উদ্ধার

বিজেপিশাসিত রাজ্য। কেন্দ্রের অধীন আইনশৃঙ্খলা। আর সেখানে তলানিতে নারী নিরাপত্তা। উত্তর-পশ্চিম দিল্লির (Delhi) আদর্শ নগর রেলস্টেশনের কাছে উদ্ধার...