Thursday, December 18, 2025

করোনা কালেও ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে বাংলা দেশের সেরা

Date:

Share post:

করোনা অতিমারি (corona pandemic) সংকট এবং লকডাউনের (lockdown) মধ্যেও বিগত আর্থিক বছরে ক্ষুদ্র সঞ্চয় (small saving scheme)প্রকল্পে বাংলা দেশের মধ্যে প্রথম স্থান লাভ করেছে। কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের অধীন ন্যাশনাল সেভিংস স্কিম ইনস্টিটিউট (National savings scheme institute) থেকে প্রকাশিত রিপোর্টে এই সাফল্যের কথা জানানো হয়েছে । ন্যাশনাল সেভিংস ইনস্টিটিউট প্রকাশিত তথ্য অনুযায়ী, বিগত আর্থিক বছরে পশ্চিমবঙ্গে বিভিন্ন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে ডাকঘরে (savings in post office) সঞ্চিত আমানতের পরিমাণ ১ লক্ষ ৩ হাজার কোটি টাকার বেশি। ওই আমানত থেকে আয়ের পরিমাণ ১৯ হাজার ৫৩৮ কোটি টাকা। দ্বিতীয় স্থানে রয়েছে উত্তরপ্রদেশ। সে রাজ্যে ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে জমা পড়েছে ৯৩ হাজার ৯৮০ কোটি টাকার বেশি।

কী কারণে বাংলার এই সাফল্য? কারণ হিসেবে অর্থ দফতর এবং ডাকঘর এজেন্টদের সংগঠন, মানুষের সচেতনতা এবং আর্থিক নিরাপত্তা সম্পর্কে সরকার ও বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের লাগাতার প্রচার কর্মসূচির ভূমিকার কথা উল্লেখযোগ্য। বেআইনি অর্থলগ্নি সংস্থায় টাকা লগ্নি করে সর্বস্বান্ত হওয়া মানুষ আর নতুন করে ঝুঁকি নিতে চাইছেন না। সেই কারণেই ডাকঘরে সঞ্চয়ের প্রবণতা বাড়ছে ।

তবে রাজ্য সরকারের বিরুদ্ধে তাঁদের প্রতি উদাসীনতার অভিযোগ তুলেছেন ডাকঘরের এজেন্টরা । ওয়েস্টবেঙ্গল স্মল সেভিং অ্যাসোসিয়েশনের রাজ্য সম্পাদক নির্মল দাস বলেন, ‘বহু বার দাবি করা সত্ত্বেও রাজ্য সরকার ডাকঘর এজেন্টদের অসংগঠিত শ্রমিকের মর্যাদা দেয়নি । এমন কী তাঁদের কোনও সরকারি পরিচয়পত্রও দেওয়া হচ্ছে না ৷ তার ফলে হেনস্থার শিকার হতে হচ্ছে। পাশাপাশি নানা সরকারি সুযোগ-সুবিধা থেকেও তাঁরা বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ ৷

spot_img

Related articles

লখনউতে ম্যাচ নিয়ে সমালোচনায় প্রাক্তনীরা, শিক্ষা নেওয়ার বার্তা বোর্ড কর্তার

প্রতিকূল আবহওয়ার জন্য লখনউতে বাতিল হয়েছে ভারত-দক্ষিণ আফ্রিকা চতুর্থ টি২০ ম্যাচ(Lucknow T20I )। অতিরিক্ত দূষণ এবং ঘন কুয়াশার...

মুকুলের বিধায়কপদ খারিজের রায়ের বিরুদ্ধে আইনি লড়াই করবে না বিধানসভার সচিবালয়, জানালেন স্পিকার

কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) নির্দেশে খারিজ কৃষ্ণনগর উত্তর কেন্দ্রের বিধায়ক মুকুল রায়ের (Mukul Ray) বিধায়কপদ। তবে,...

শতবর্ষে প্রয়াত স্ট্যাচু অফ ইউনিটির ডিজাইনার রাম সুতার, সোশ্যাল মিডিয়ায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর

প্রয়াত বর্ষীয়ান ভাস্কর রাম ভানজি সুতার (Ram V Sutar)। মৃত্যুকালে বয়স হয়েছিল ১০০ বছর। দীর্ঘদিন ধরে বার্ধক্য জনিত...

SSC-র ‘যোগ্য’ শিক্ষকদের চাকরির মেয়াদ বাড়াল সুপ্রিম কোর্ট

স্কুল সার্ভিস কমিশনের (SSC) ‘যোগ্য’ শিক্ষকদের চাকরির মেয়াদ বাড়াল সুপ্রিম কোর্ট (Supreme Court)। ৩১ অগাস্ট পর্যন্ত চাকরি করতে...