Tuesday, November 18, 2025

করোনা অতিমারি (corona pandemic) সংকট এবং লকডাউনের (lockdown) মধ্যেও বিগত আর্থিক বছরে ক্ষুদ্র সঞ্চয় (small saving scheme)প্রকল্পে বাংলা দেশের মধ্যে প্রথম স্থান লাভ করেছে। কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের অধীন ন্যাশনাল সেভিংস স্কিম ইনস্টিটিউট (National savings scheme institute) থেকে প্রকাশিত রিপোর্টে এই সাফল্যের কথা জানানো হয়েছে । ন্যাশনাল সেভিংস ইনস্টিটিউট প্রকাশিত তথ্য অনুযায়ী, বিগত আর্থিক বছরে পশ্চিমবঙ্গে বিভিন্ন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে ডাকঘরে (savings in post office) সঞ্চিত আমানতের পরিমাণ ১ লক্ষ ৩ হাজার কোটি টাকার বেশি। ওই আমানত থেকে আয়ের পরিমাণ ১৯ হাজার ৫৩৮ কোটি টাকা। দ্বিতীয় স্থানে রয়েছে উত্তরপ্রদেশ। সে রাজ্যে ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে জমা পড়েছে ৯৩ হাজার ৯৮০ কোটি টাকার বেশি।

কী কারণে বাংলার এই সাফল্য? কারণ হিসেবে অর্থ দফতর এবং ডাকঘর এজেন্টদের সংগঠন, মানুষের সচেতনতা এবং আর্থিক নিরাপত্তা সম্পর্কে সরকার ও বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের লাগাতার প্রচার কর্মসূচির ভূমিকার কথা উল্লেখযোগ্য। বেআইনি অর্থলগ্নি সংস্থায় টাকা লগ্নি করে সর্বস্বান্ত হওয়া মানুষ আর নতুন করে ঝুঁকি নিতে চাইছেন না। সেই কারণেই ডাকঘরে সঞ্চয়ের প্রবণতা বাড়ছে ।

তবে রাজ্য সরকারের বিরুদ্ধে তাঁদের প্রতি উদাসীনতার অভিযোগ তুলেছেন ডাকঘরের এজেন্টরা । ওয়েস্টবেঙ্গল স্মল সেভিং অ্যাসোসিয়েশনের রাজ্য সম্পাদক নির্মল দাস বলেন, ‘বহু বার দাবি করা সত্ত্বেও রাজ্য সরকার ডাকঘর এজেন্টদের অসংগঠিত শ্রমিকের মর্যাদা দেয়নি । এমন কী তাঁদের কোনও সরকারি পরিচয়পত্রও দেওয়া হচ্ছে না ৷ তার ফলে হেনস্থার শিকার হতে হচ্ছে। পাশাপাশি নানা সরকারি সুযোগ-সুবিধা থেকেও তাঁরা বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ ৷

Related articles

এনুমারেশন ফর্ম পূরণে হেল্পলাইন চালু হাওড়ায়, সপ্তাহভর সাহায্য মিলবে ভোটারদের 

হাওড়া জেলা নির্বাচনী দফতর সোমবার থেকে শুরু করে ভোটারদের এনুমারেশন ফর্ম পূরণে সহায়তার জন্য দুইটি হেল্পলাইন চালু করেছে।...

স্ত্রীর পরকীয়া সন্দেহে প্রতিবেশীকে কাঁচি দিয়ে আঘাত স্বামীর, হাসপাতালে যুবক 

স্ত্রীর বিবাহবহির্ভূত সম্পর্ক সন্দেহে প্রতিবেশী এক যুবককে কাঁচি দিয়ে এলোপাথাড়ি আঘাত করল পেশায় দর্জি শেখ শাহরুখ। ঘটনাটি ঘটেছে...

বাগুইআটিতে অ্যাপ ক্যাবে আকস্মিক আগুন, আতঙ্ক এলাকায় 

বাগুইআটি উড়ালপুলের নীচে সোমবার সন্ধ্যায় হঠাৎই আগুন ধরে যায় একটি অ্যাপ ক্যাবে। প্রত্যক্ষদর্শীদের দাবি, মুহূর্তের মধ্যেই আগুন দ্রুত...

শীর্ষ আদালতে এসএসসি–র জনস্বার্থ মামলা শুনানি থেকে সরে দাঁড়ালেন বিচারপতি সঞ্জয় কুমার 

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)–র নিয়োগ সংক্রান্ত নতুন জনস্বার্থ মামলার শুনানি থেকে নিজেকে সরিয়ে নিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয়...
Exit mobile version