Sunday, November 9, 2025

বেআইনিভাবে কোভিড ওষুধ মজুত করেছে গম্ভীরের সংস্থা, হাইকোর্টকে জানালো ড্রাগ কন্ট্রোলার

Date:

সম্পূর্ণ বেআইনিভাবে করোনা চিকিৎসার জীবনদায়ী ওষুধ ফ্যাবিফ্লু সংগ্রহ, মজুত এবং বিতরণ করেছে গৌতম গম্ভীরের স্বেচ্ছাসেবী(Gautam Gambhir foundation) সংস্থা। বৃহস্পতিবার দিল্লি হাইকোর্টের(Delhi High Court) কাছে এমন তথ্যই পেশ করল ড্রাগ কন্ট্রোলার(drug controller)। সংবাদসংস্থা পিটিআই সূত্রে জানা গিয়েছে, বোম্বে ফাউন্ডেশন এবং ওষুধ ব্যবসায়ীদের পাশাপাশি এই ধরনের অন্যান্য মামলাগুলোকে নজরে আনা হবে। একইসঙ্গে দেরি না করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে ড্রাগ কন্ট্রোলার।

উল্লেখ্য, ডক্টর গর্গ নামে একজন চিকিৎসকের পরামর্শে নিজের স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে করোনার ওষুধ ফ্যাবিফ্লু-র ২৬২৮টি স্ট্রিপ কিনেছিলেন গম্ভীর৷ ওষুধ বিতরণের পর গম্ভীরের স্বেচ্ছাসেবী সংস্থার হাতে থাকা ২৮৫ স্ট্রিপ ওষুধ সরকারি কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়৷ তবে এ প্রসঙ্গে আগেই আদালত প্রশ্ন তোলে, কীভাবে একটি প্রেসক্রিপশন দেখে সরবরাহকারীরা এত বিপুল সংখ্যক ওষুধ গম্ভীরের সংস্থার হাতে দিল? এক সপ্তাহের মধ্যে ড্রাগ কন্ট্রোলারকে তদন্ত করে স্ট্যাটাস রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল আদালত৷ একই সঙ্গে গোটা প্রক্রিয়ায় কাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত, তাও আদালতকে জানাতে বলা হয়৷ বৃহস্পতিবার সেই মর্মেই রিপোর্ট পেশ করল ড্রাগ কন্ট্রোলার।

আরও পড়ুন:যোগী আদিত্যনাথ ও রামদেবের লেখা বই এবার উত্তরপ্রদেশের কলেজে পাঠ্য হলো

তবে শুধু গম্ভীর নন, দিল্লির আপ বিধায়ক প্রবীণ কুমার এবং প্রীতি তোমারের বিরুদ্ধেও ড্রাগ কন্ট্রোলারকে তদন্ত করার নির্দেশ দিয়েছিল আদালত৷ এই দুই বিধায়কের বিরুদ্ধে নিজের কাছে অক্সিজেন মজুত করে রাখার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার সেই মর্মেই ড্রাগ কন্ট্রোলের তরফে জানানো হয়, গৌতম গম্ভীর ফাউন্ডেশন এর পাশাপাশি একই অভিযোগে অভিযুক্ত আপ বিধায়ক প্রবীন কুমার।

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version