Monday, November 10, 2025

পাবলিক অ্যাকাউণ্টস বিজেপি’কেই, শীর্ষে মুকুলের নাম ভাসতেই অন্দরের ক্ষোভ তুঙ্গে

Date:

পাবলিক অ্যাকাউণ্টস কমিটি-সহ বিধানসভার আরও মোট ১০টি কমিটি ছাড়া হচ্ছে বিজেপিকে।

প্রাথমিকভাবে জল্পনা ছিলো, এবার এই কমিটি নিজেদের হাতেই রাখতে পারে শাসকদল। কিন্তু, সেই জল্পনায় ইতি টেনে বিরোধী দল বিজেপিকে পাবলিক অ্যাকাউন্টস কমিটির দায়িত্ব দিতে চলেছে তৃণমূল। বিধানসভার তরফে এই নিয়ে সরকারিভাবে কিছু ঘোষণা করা হয়নি। কারণ বিজেপি এখনও তাদের ভাগের চেয়ারম্যানদের নাম জানায়নি। বিধানসভায় নাম জমা পড়লেই আনুষ্ঠানিকভাবে জানালেই ঘোষণা করা হবে৷ সূত্রের খবর, পাবলিক অ্যাকাউন্টস কমিটির পাশাপাশি বিধানসভার আরও ৯টি কমিটির দায়িত্ব পাবে বিজেপি। বিধানসভা মোট কমিটির সংখ্যা ৪১টি৷ জানা গিয়েছে, স্বরাষ্ট্র দফতরের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান করা হচ্ছে ধনেখালির তৃণমূল বিধায়ক অসীমা পাত্রকে। প্রথা অনুযায়ী, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পাবলিক অ্যাকাউন্টস কমিটি বিরোধীদের হাতেই দেওয়া হয়। যদিও গত বছর তা হয়নি৷ কংগ্রেস থেকে তৃণমূলে যোগদানকারী বিধায়ক শঙ্কর সিংকে এই কমিটির চেয়ারম্যান করা হয়েছিল।
এদিকে গেরুয়া শিবিরের খবর, পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যন করা হতে পারে মুকুল রায়কে। অবশ্য এই দায়িত্ব নিতে যদি তিনি রাজি হন, তবেই৷ মুকুলবাবুর স্ত্রী গুরুতর অসুস্থ৷ এই পরিস্থিতিতে তাঁকে এই প্রস্তাব দেওয়াও সম্ভব নয় বলে দলের রাজ্য নেতাদের বক্তব্য৷
রাজ্য রাজনীতিতে মুকুল এবং তাঁর পুত্রকে নিয়ে ইদানিং জোর জল্পনা চলছে৷ নানা কথা শোনা যাচ্ছে৷ ভোটের আগে থেকেই দলের সঙ্গে অনেকটাই দূরত্ব বাড়িয়েছেন মুকুল৷ ফাঁকটা ক্রমশই চওড়া হচ্ছে৷

ওদিকে শুভেন্দু অধিকারীকে বিরোধী নেতা করায় কার্যত ক্ষিপ্ত হয়ে উঠেছে বিজেপির আদি-নেতারা৷ একাধিক বিধায়ক ওই পদ থেকে নব্য-বিজেপি শুভেন্দুর অপসারণ দাবি করেছেন৷ তাঁকে নেতা মানতে রাজি নন ৫০ শতাংশ গেরুয়া বিধায়ক ৷ আদি-লবির ক্ষোভ এতটাই যে শুভেন্দুকে ওই পদ থেকে না সরালে একাধিক বিধায়ক চরম পথেও হাঁটতে পারে বলে দলকে জানিয়েও দিয়েছেন৷ এমনিতেই শুভেন্দুকে নিয়ে দলের অন্দরে মাথাচাড়া দেওয়া ক্ষোভ সামলাতে নাজেহাল বিজেপি, ফের আর এক নব্য-গেরুয়া মুকুল রায়কে বিধানসভার সর্বাধিক গুরুত্বপূর্ণ কমিটির চেয়ারম্যানের পদে বসানো হলে, বঙ্গ-বিজেপি নিশ্চিতভাবেই আড়াআড়ি দু’টুকরো হবে বলে মনে করছে রাজনৈতিক মহল৷ এই পরিস্থিতিতে এতবড় সিদ্ধান্ত নেওয়া বিজেপির পক্ষে যথেষ্টই ঝুঁকির৷

Related articles

বিশ্বমঞ্চে সম্মানিত বাংলার মুখ্যমন্ত্রী, মমতাকে D’Litt উপাধি দিচ্ছে জাপানের বিশ্ববিদ্যালয়

দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পরে এবার জাপানের (Japan) একটি বিশ্ববিদ্যালয় থেকে সাম্মানিক ডি’লিট পাচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...

মি টু! সিনে দুনিয়ার ভয়ঙ্কর কাস্টিং কাউচ নিয়ে মুখ খুললেন রেণুকা সাহানে

রবিবার মানেই জনপ্রিয় ফ্যামিলি ড্রামা 'হাম আপকে হ্যায় কৌন'। আর সেই ছবি মানেই রেণুকা সাহানে (Renuka Shahane)। কিন্তু...

উৎসবের পরেই সংক্রমণের উর্ধ্বগতি! রাজ্যে বাড়ছে ডেঙ্গির দাপট, সতর্ক স্বাস্থ্য দফতর

উৎসবের আমেজ কাটতে না কাটতেই রাজ্যে ফের মাথা চাড়া দিচ্ছে ডেঙ্গি। স্বাস্থ্য দফতরের সর্বশেষ রিপোর্টে দেখা গেছে, শুধু...

গুরুতর অসুস্থ ধর্মেন্দ্র, ভেন্টিলেটর সাপোর্টে বর্ষীয়ান অভিনেতা

গুরুতর অসুস্থ অবস্থায় মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র(Veteran actor Dharmendra)। পরিবার সূত্রে খবর, ভেন্টিলেটর সাপোর্টে...
Exit mobile version