Monday, August 25, 2025

এই প্রথম নবাগত সন্তানের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন শ্রেয়া ঘোষাল

Date:

মা  হয়ে কথা দিয়েছিলেন মাতৃত্বের আনন্দ, মাতৃত্বের গর্ব, মাতৃত্বের অহংকার, মা হওয়ার সুখটুকু ভাগ করে নেবেন সবার সঙ্গে। কথা রাখলেন শ্রেয়া ঘোষাল (Shreya Ghoshal)। ঠিক ১৩ দিনের মাথায় সদ্যোজাত পুত্র সন্তানের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন। বাবা মায়ের কোলে ছোট্ট দেবয়ান (Devyaan Mukhopadhyaya)। আর এই পুঁচকে একরত্তির ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে মুহূর্ত বিলম্ব হয়নি। ছেলেকে কোলে নিয়ে প্রথমবার সোশ্যাল মিডিয়ায় হাজির হলেন ‘মা’ শ্রেয়া ঘোষাল (Shreya Ghoshal)। সঙ্গে স্বামী শিলাদিত্য মুখোপাধ্যায় (Shiladitya Mukhopadhyaya) ।

 

নিজেদের একান্ত মুহূর্তের ছবি পোস্ট করে শ্রেয়া লিখেছেন, “পরিচয় করিয়ে দিচ্ছি – দেবয়ান মুখোপাধ্যায় (Devyaan Mukhopadhyaya)। গত ২২ মে জীবনে এসেছে এবং জীবনের অর্থটাই বদলে দিয়েছে। রামধনুর সাত রঙে আমাদের জীবনটাকে রঙিন করে দিয়েছে। জন্ম মুহূর্ত থেকে প্রথম দেখাতেই আমাদের মন ভরিয়ে দিয়েছে। এ এমন এক ভালবাসা যা শুধু একজন বাবা এবং মাই অনুভব করতে পারেন। একেবারে নিখাদ অফুরন্ত অনবদ্য এই ভালবাসা।”

 

গত ২২ মে পুত্রসন্তানের জন্মের কথা জানিয়েছিলেন শ্রেয়া এবং শিলাদিত্য। সুখবর দিয়ে সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, “ঈশ্বরের আশীর্বাদে আজ দুপুরে পুত্রসন্তানকে পেয়েছি। এই আবেগ আমি আগে কোনওদিন অনুভব করিনি। শিলাদিত্য, আমি আর আমাদের পরিবার আনন্দে আত্মহারা। আমাদের ছোট্ট মানুষটাকে অসংখ্য আশীর্বাদে ভরিয়ে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ।২০১৫ সালে ছোটবেলার বন্ধু শিলাদিত্যকে পুরোপুরি বাঙালি রীতি ও আচার মেনে বিয়ে করেন শ্রেয়া ঘোষাল। তারও ১০ বছর আগে থেকে তাঁদের প্রেমপর্ব চলছিল।

Related articles

ঘোষণা ছাড়াই টালিগঞ্জ থেকেই ঘুরছে মেট্রো! স্বস্তি উড়েছে যাত্রীদের

কথা দিয়ে কথা রাখছে না মেট্রো! কোনও ঘোষণা ছাড়াই নিজেদের ইচ্ছেমতো ট্রেন চালাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। আর তাতেই ক্ষোভ...

গাজায় সাংবাদিকসহ ১৯ জনের মৃত্যু! নীরব নেতানিয়াহু

দুর্ভিক্ষপীড়িত গাজায় ফের রক্তক্ষয়ী হামলা চালাল ইজরায়েলি সেনা। সোমবার দুপুরে গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে একাধিক ক্ষেপণাস্ত্র ও...

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...

আদিবাসী উন্নয়ন আরও সুদূর প্রসারি করার বার্তা মুখ্যমন্ত্রীর, সৌজন্য উড়িয়ে বৈঠকে অনুপস্থিত বিজেপি

আদিবাসী উন্নয়ন নয়, রাজনীতিই যে তাদের লক্ষ্য তা আরও একবার প্রমাণ করল বিজেপি (BJP)। আমন্ত্রণ পেয়েও সৌজন্যের জবাব...
Exit mobile version