Tuesday, December 16, 2025

কয়লাকাণ্ডে সিবিআই তদন্তের পর আয় বেড়েছে ইসিএলের, পেশ হল রিপোর্ট

Date:

কয়লা কাণ্ডে(coal scam) সিবিআই(CBI) তদন্তের জেরে ইসিএলের(ECL) উপর কি কোনওরকম প্রভাব পড়েছে? সম্প্রতি ইসিএলকে চিঠি দিয়ে এমনটাই জানতে চেয়েছিল সিবিআই। সেই চিঠির প্রেক্ষিতে এবার রিপোর্ট পেশ করল ইসিএল। নিজেদের পেশ করা রিপোর্টে ইসিএল দাবি করেছে তদন্ত শুরু হওয়ার পর নানান রকম ভাবে উপকৃত হয়েছে এই সংস্থা।

সম্প্রতি সিবিআইয়ের কাছে ইসিএল যে রিপোর্ট পেশ করেছে সেখানে দাবি করা হয়েছে, সিবিআই তদন্ত শুরু হওয়ার পর কয়লা সরবরাহ অনেকখানি বেড়ে গিয়েছে। আগে যেটা ৪৬ শতাংশ ছিল বর্তমানে তা বেড়ে হয়েছে ৭৩ শতাংশ। বেড়েছে কয়লা পাঠানোর পরিমাণও। আগে ৬৩ শতাংশ কয়লা পাঠানো হত বর্তমানে তা বেড়ে হয়েছে ৯০ শতাংশ। কয়লা বুকিং বেড়েছে ৪৭৮ কোটি টাকার। এই রিপোর্ট হাতে পাওয়ার পর সিবিআইয়ের আধিকারিকদের দাবি, তদন্ত শুরু হওয়ার পর কয়লা মাফিয়ারা তাদের কার্যকলাপ বন্ধ করে দিয়েছে আসানসোল রানীগঞ্জ জামুড়িয়ার মত অঞ্চলগুলিতে। অনেকেই এলাকা থেকে পালিয়ে গিয়েছে গ্রেফতারির ভয়ে। ইসিএলের রিপোর্টের ভিত্তিতে সিবিআইয়ের দাবি, মাফিয়া রাজ বন্ধ হওয়ার পর ইসিএলের ৪৭৮ কোটি টাকার কয়লা সরবরাহ বেড়েছে। শুধু তাই নয়, সিবিআই সূত্রে খবর, পাচারকারীরা গা ঢাকা দেওয়ার পর ইসিএলের কয়লা সরবরাহের পরিমাণ ৭৭৫ কোটি টাকা থেকে ১২৫৩ কোটি হয়েছে।

আরও পড়ুন:‘ঋণের তুলনায় বেশি সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে’, নিজেকে ‘জালিয়াত’ মানতে নারাজ মালিয়া

উল্লেখ্য, চলতি বছরের শুরুতেই কয়লা উত্তোলন সংক্রান্ত তথ্য সংগ্রহ করতে শুরু করেছিল সিবিআই। আর সেই লক্ষ্যেই ৩০ জন সিবিআই অফিসারকে সঙ্গে নিয়ে গঠন করা হয়েছিল স্পেশাল ৩০ টিম। যে টিম রানীগঞ্জ জামুরিয়া আসানসোলের মত এলাকায় সক্রিয় কয়লা মাফিয়াদের পাকড়াও করতে কোমর বেঁধে নেমে পড়ে। কয়লা কান্ডের তদন্তে নেমে সিবিআই জানায় এ রাজ্যের বিভিন্ন খনি থেকে বেআইনিভাবে কয়লা তুলে উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশে পাচার করা হত।

Related articles

মোটা অঙ্কের বাজেট নিয়ে মিনি নিলামে নামছে কেকেআর, দল পেতে পারেন ঈশ্বরণ

মঙ্গলবার আবুধাবিতে ২০২৬ সালের আইপিএলের মিনি নিলাম(IPL Mini Auction)। ৭৭টি জায়গার জন্য নিলামে উঠবেন ৩৫০ ক্রিকেটার। এই ৩৫০...

বাংলা না কি জ্বলছে! গদি মিডিয়ার অপপ্রচারকে ধুয়ে দিলেন সাধু থেকে আমজনতা

বাংলা না কি জ্বলছে! এখানে খুন-জখমের রাজনীতি চলছে! আক্রান্ত হিন্দু! গদি মিডিয়া এই খবর করতে এসেছিল কলকাতায় আর...

রাজ্যের শিক্ষাক্ষেত্রকে কুক্ষিগত করার চেষ্টা! কেন্দ্রের অপচেষ্টার বিরুদ্ধে লোকসভায় সোচ্চার তৃণমূল

পশ্চিমবঙ্গ সহ দেশের বিভিন্ন প্রান্তের বিরোধী শাসিত রাজ্যগুলিকে বাগে আনতে না পেরে এবার দেশের যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো লঙ্ঘন করে...

মতুয়াদের সঙ্গে প্রতারণা! রাজ্যসভায় বিজেপির পর্দাফাঁস সাংসদ মমতাবালা ঠাকুরের

পশ্চিমবঙ্গে বসবাসকারী লক্ষ লক্ষ মতুয়াকে ভুল বুঝিয়ে তাঁদের সঙ্গে প্রতারণা করছে মোদি সরকার ও বিজেপি—এমনই অভিযোগ তুলে সোমবার...
Exit mobile version