কোভিডবিধি মানতে শীর্ষ বৈঠক ভার্চুয়াল করল Trinamool Congress. তবে কোর কমিটির বৈঠক সামনাসামনি হবে। তাতে সদস্য খুব কম। দুপুর দুটোয় সেই বৈঠক। তারপর তিনটেয় দলের বিশেষ গুরুত্বপূর্ণ বৈঠক। পথনির্দেশ দেবেন নেত্রী Mamata Banerjee. থাকবেন Avishek Banerjee.

এই বৈঠকে থাকবেন সব বিধায়ক, সাংসদ, জেলা সভাপতিরা। থাকতে বলা হয়েছে আরও কয়েকজনকে। কোভিডবিধি মেনে এই বৈঠক হবে ভার্চুয়াল।
