Saturday, November 15, 2025

দেশের ‘কুৎসিততম’ ভাষা কন্নড়, প্রবল বিতর্কের মাঝে ক্ষমা চাইল গুগল

Date:

গুগল সার্চ ইঞ্জিনে(Google search engine) ভারতের কুৎসিততম ভাষা সার্চ করলেই উঠে আসছে কন্নড় ভাষার(Kannada language) নাম। সম্প্রতি বিষয়টি প্রকাশ্যে আসতেই ব্যাপক বিতর্ক শুরু হয়েছে। আর এই ঘটনায় মার্কিন সংস্থা গুগলকে রীতিমতো তোপ দাগতে শুরু করেছে কন্নড় ভাষাভাষীর মানুষরা। অভিযোগ উঠছে মানুষের ভাবাবেগ নিয়ে ঘৃণ্য খেলা খেলছে সার্চ ইঞ্জিন। ঘটনার জেরে গুগলের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে কর্ণাটক সরকার। এরপরই ব্যাপক বিতর্কের মাঝে পড়ে অবশেষে গোটা ঘটনার জন্য ক্ষমা চাইল গুগল।

জানা গেছে, সম্প্রতি কন্নড় ভাষাকে দেশের কুৎসিত ভাষা বলে গুগল দাবি করার পর ব্যাপক বিতর্ক শুরু হয়। রাজ্যের সংস্কৃতি ও বনমন্ত্রী অরবিন্দ লিম্বাভালি জানান, কন্নড় আজকের নয়, প্রায় আড়াই হাজার বছরের পুরোনো ভাষা। এর সঙ্গে কর্নাটকের নাগরিকদের অহংকার ও আবেগ মিশে রয়েছে। গুগল যেভাবে এই ভাষা তথা গোটা রাজ্যকে অপমান করেছে, তার জন্য তাদের ক্ষমা চাওয়া উচিত। একই সুরে গুগলকে তোপ দেগেছেন কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী এইচডি কুমারস্বামী। আক্রমণ শানাতে ছাড়েননি বিজেপি নেতা পিসি মোহনও। টুইটে তিনি লেখেন, ‘বিশ্বের অন্যতম প্রাচীন এই ভাষায় একাধিক বিখ্যাত কবি মহাকাব্য লিখেছেন। আর সেসব রচিত হয়েছে ১৪ শতকের ইংরেজ কবি-দার্শনিক জেফ্রি চসারের জন্মেরও আগে।’

আরও পড়ুন:ভবানীপুর উপনির্বাচনে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কংগ্রেস প্রার্থী না দেওয়ার প্রস্তাব অধীরের

এদিকে গুগলের এহেন কর্মকান্ডে প্রবল বিতর্কের মাঝে পড়ে বাধ্য হয়েই ভুল স্বীকার করে গুগল কর্তৃপক্ষ। সম্প্রতি এ প্রসঙ্গে গুগলের তরফে বিবৃতি জারি করে জানানো হয়েছে, ‘এই সার্চ রেজাল্ট কোনওভাবেই গুগলের মতামত নয়। ইতিমধ্যেই সব সমস্যা মেটানো হয়েছে যে ঘটনা ঘটেছে তার জন্য আমরা ক্ষমাপ্রার্থী।’

Related articles

রবীন্দ্র সরোবরের ছয় ক্লাবের সঙ্গে চুক্তি: সম্পূর্ণ আইনি পথে কর্পোরেশন

প্রায় পাঁচ দশক পর রাবীন্দ্র সরোবর চত্বরে অবস্থিত ছ’টি ক্লাবের সঙ্গে প্রথমবারের মতো আনুষ্ঠানিক ভাড়ার চুক্তি করল কলকাতা...

বিহারে কমিশনের কারচুপি, তোপ অখিলেশের: ঘুরিয়ে কংগ্রেসকে কটাক্ষ ওমরের

বিহারে এসআইআর প্রয়োগ করে ভোটারদের ভোটাধিকার ছিনিয়ে নিয়েছে নির্বাচন কমিশন। কংগ্রেস-আরজেডির (RJD) মহাজোটের এটাই ছিল বিহার নির্বাচনের মূল...

বিহারের মুখ্যমন্ত্রী কে: ইঙ্গিতপূর্ণ পোস্ট JD(U)-এর!

বিহার বিধানসভা নির্বাচনের ২৪৩ টি আসনের মধ্যে বিজেপি ৮৯ আসনে জয়ী। নীতীশ কুমারের জেডিইউ জিতেছে ৮৫ টি আসন।...

জাদুসম্রাটের বাড়িতে বিয়ের আসর! বিজ্ঞাপন দেখে পাত্র পছন্দ মৌবনীর

জিনা বন্দ্যোপাধ্যায় জনে জনে বার্তা রুটি গেল ক্রমে, বিয়ে করছেন মৌবনী শীতের মরশুমে! মেয়ের জন্য বিজ্ঞাপন দিয়েছিলেন পিসি সরকার, সেখান থেকেই পাত্র...
Exit mobile version