Sunday, November 9, 2025

দেশে করোনায় দৈনিক আক্রান্তের চেয়ে সুস্থতার সংখ্যা অনেক বেশি, ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২,৭১৩ জনের

Date:

গত দু’দিনের মতই শুক্রবারও একই থাকল করোনায় দৈনিক সংক্রমণের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ৩২ হাজার ৩৬৪ জন। শেষ ১৪ দিনের বেশি সময় ধরে নতুন করে আক্রান্তের সংখ্যার চেয়ে সুস্থতার সংখ্যা অনেকটাই বেশি। ফলে কমছে করোনায় সক্রিয় রোগীর সংখ্যা। এখন ভারতে সক্রিয় রোগীর সংখ্যা ১৬ লক্ষ ৩৫ হাজার ৯৯৩ জন। দেশে এ পর্যন্ত করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ২ কোটি ৬৫ লক্ষ ৯৭ হাজার ৬৫৫ জন।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ২ কোটি ৮৫ লক্ষ। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা প্রাণ কেড়েছে ২ হাজার ৭১৩ জনের। এ নিয়ে মোট ৩ লক্ষ ৪০ হাজার ৭০২ জনের মৃত্যু হয়েছে করোনার জেরে। অন্যদিকে পশ্চিমবঙ্গে গত ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমণ ধরা পড়েছে ৮ হাজার ৮১১ জনের মধ্যে। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১০৮ জনের। রাজ্যের স্বাস্থ্য দফতর প্রকাশিত বৃহস্পতিবারের বুলেটিন অনুযায়ী, আক্রান্তের সংখ্যার নিরিখে শীর্ষে রয়েছে উত্তর ২৪ পরগনা (১,৮৪২)। তার পরেই রয়েছে কলকাতা (৯৭৬), হাওড়া (৬৫৬), দক্ষিণ ২৪ পরগনা (৫৯০), নদিয়া (৫২৬) এবং পূর্ব মেদিনীপুর (৪৩৫)। হুগলিতে বুধবারের তুলনায় দৈনিক আক্রান্তের সংখ্যা সামান্য বাড়লেও অধিকাংশ জেলাতেই তা কমেছে।

আরও পড়ুন-দাবিদার নেই, কোভিডে মৃত সহস্রাধিক চিতাভস্ম কাবেরী নদীতে ভাসাল সরকার

দেশের মধ্যে এখন তামিলনাড়ুতেই আক্রান্তের সংখ্যা সবথেকে বেশি। তবে গত ২৪ ঘণ্টায় খানিকটা স্বস্তি দিয়েছে আক্রান্তের সংখ্যা। দৈনিক আক্রান্তের সংখ্যা নেমেছে ২৫ হাজারের নীচে। পাশাপাশি কর্ণাটক এবং কেরলে দৈনিক আক্রান্তের সংখ্যা রয়েছে ১৮ হাজারের ঘরে। মহারাষ্ট্রে রয়েছে ১৫ হাজারের ঘরে। অন্ধ্রপ্রদেশে দৈনিক আক্রান্তের সংখ্যা ১১ হাজারের বেশি। দিল্লিতে আক্রান্তের সংখ্যা কমে হয়েছে ৫০০-র কম।

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version