Saturday, May 17, 2025

দাবিদার নেই, কোভিডে মৃত সহস্রাধিক চিতাভস্ম কাবেরী নদীতে ভাসাল সরকার

Date:

মৃত্যু হয়েছে কোভিডে (covid)। স্বাস্থ্যবিধি মেনে নির্দিষ্ট শ্মশানে সৎকার। তারপর বহু ক্ষেত্রে প্রথাগত আচার মেনে চিতাভস্ম নেওয়ারই লোক নেই। সারি সারি চিতাভস্ম মাটির পাত্রে মুখবন্ধ অবস্থায় পড়ে আছে শ্মশানঘাটে। অনাদরে, দাবিদারহীন। মাটির পাত্রগুলির গায়ে লেখা বিশেষ নম্বর। করোনা অতিমারি পর্বে বাস্তবের এই করুণ ছবি দেখা গিয়েছে কর্নাটকের একাধিক শ্মশানে। সংক্রমণের ভয়, লোকবলের অভাব, আচার মেনে ক্রিয়াকর্ম করার অক্ষমতা তো আছেই, অনেক ক্ষেত্রে পরিবারের একাধিক সদস্যই করোনায় মৃত। ফলে সৎকারের পর চিতাভস্ম নিয়ে ভাসিয়ে দেওয়ারও কেউ নেই।

আরও পড়ুন-ভারতকে ভ্যাকসিন দেবে আমেরিকা, মোদিকে ফোনে আশ্বস্ত করলেন হ্যারিস

বেঙ্গালুরু শহরের সুমনাহল্লি শ্মশানে নাম-পরিচয়হীন কোভিডে মৃতদের দাহকাজের পর সেই ছাই সংগ্রহ করে সাদা কাপড়ে বেঁধে পর পর সারি বেঁধে বসানো রয়েছে শ’য়ে শ’য়ে মাটির পাত্রে। মাটির পাত্রগুলির গায়ে নম্বর সমেত সাঁটানো রয়েছে স্টিকার। কোনও দাবিদার না থাকায় শয়ে শয়ে চিতাভস্মের পাত্র জমছিল শ্মশানে। পরিস্থিতি বিবেচনা করে এবার সেই সব ছাই ভর্তি মাটির পাত্র নিয়ে আসা হয় কাবেরী নদীর ঘাটে। রাজ্য প্রশাসনের উদ্যোগে বুধবার এরকম মোট ১,২০০ ‘অজ্ঞাতপরিচয়’ ব্যক্তির দেহাবশেষ ভাসিয়ে দেওয়া হয় নদীতে। প্রথা মেনে সম্মান জানানো হয় মৃতদের। এই বিষয়ে বেঙ্গালুরু টিআর মিলস শ্মশানরে কনট্র্যাক্টর কিরণ কুমার বলে, একটা পরিবারে দুই-তিন জন কোভিডে মারা গেলে বাকি সদস্যরা আর শ্মশানে এসে ছাই সংগ্রহ করেন না। এই ভাবে দীর্ঘদিন ধরে প্রচুর ছাই ভর্তি মাটির পাত্র জমেছে শহরের প্রায় সবকটি শ্মশানে। বাধ্য হয়ে এখন সরকারকেই ওই নদীতে ভাসিয়ে দেওয়ার কাজ করতে হচ্ছে। আর এই দৃশ্যই তুলে ধরেছে অতিমারির নিষ্ঠুর বাস্তব।

Related articles

এবার নাম বদলের রাজনীতি বিহারে! গয়া হল ‘গয়াজি’

বিজেপি জমানায় নাম বদলের রাজনীতি নতুন নয়। আর তার শীর্ষে অবশ্যই যোগি আদিত্যনাথের রাজ্য উত্তর প্রদেশ। তবে এবার...

আইএমএ বাংলার নির্বাচন বাতিল ঘোষিত! দুমাসে কমিটি গঠনের নির্দেশ

চিকিৎসকদের সংগঠন ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (IMA) রাজ্যের ২০২৫-২৭ নির্বাচন প্রক্রিয়াকেই বাতিল করে দেওয়া হল কেন্দ্রীয় শাখার তরফে। নির্বাচন...

নির্দেশ দেখে পদক্ষেপ: ডিএ নির্দেশে প্রতিক্রিয়া চন্দ্রিমার

রাজ্য সরকারের কর্মীদের ২৫ শতাংশ ডিএ (DA) দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের। এক ঘোষণায় সরকারি কোষাগার থেকে প্রায় ৯...

টুটু বোসের ইস্তফা প্রসঙ্গে দেবাশিসের পাল্টা মুখ খুললেন সৃঞ্জয়

মোহনবাগানে(Mohunbagan) নির্বাচনের ডঙ্কা বেজে গিয়েছে। সেইসঙ্গেই চড়তে শুরু করেছে উত্তেজনার পারদ। এই মুহূর্তে অবশ্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল...
Exit mobile version