Wednesday, August 27, 2025

আগামী ১৫ জুন থেকে বড়বাজারের পোস্তা উড়ালপুল (burra bazar posta flyover) ভেঙে ফেলার কাজ শুরু হবে (will be totally demolish )। এই নিয়ে ইতিমধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গিয়েছে। কলকাতা পুরসভার প্রশাসকমণ্ডলীর প্রধান পুরপ্রশাসক ফিরহাদ হাকিম (firhad hakim)পোস্তা ব্যবসায়ী সমিতি এবং পুলিশের সঙ্গে বৈঠক করে এই সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছে। বলা হয়েছে এর ফলে কোনও দোকান কিংবা বাড়ি ভাঙ্গা পড়বে না। কিংবা রাস্তারও পরিবর্তন হবে না। তবে শুধুমাত্র একটি লেনের পরিবর্তন হতে পারে বলে জানানো হয়েছে।

ঠিক হয়েছে ১৫ জুন থেকে ৪ ধাপে ভেঙে ফেলা হবে কাঠামো। প্রথম দফায় ৪৫ দিনে হাওড়া ব্রিজের সামনে থেকে পোস্তা মোড় পর্যন্ত ভাঙা হবে। পরে ধাপে ধাপে গিরীশ পার্ক পর্যন্ত সবটাই ভেঙে ফেলা হবে। যদিও সকলের দাবি এই ভাঙ্গা উড়ালপুল আরো আগেই ভেঙে দেওয়া উচিত ছিল। কিন্তু ফিরহাদ হাকিম জানিয়েছেন পোস্তা উড়ালপুল এর চারপাশে প্রচুর বড় বড় পুরনো বাড়ি আছে। সেসবের যাতে কোনো ক্ষতি না হয় তাই অত্যন্ত সতর্কতার সঙ্গে কাজ করা হবে। অকারন তাড়াহুড়ো নয়। কোনও বাড়ির যাতে এতটুকুও ক্ষতি না হয়, সেই বিষয়টি মাথায় রেখেই ভাঙ্গা শুরু হবে।

২০১৬ সালের ৩১ মার্চ দুপুরের দিকে আচমকাই ভেঙে পড়ে পোস্তা উড়ালপুল। মৃত্যু হয় ২৮ জনের। জখম অন্তত ৮০। দাবি ওঠে গোটা উড়ালপুলটি ভেঙে ফেলার। এরপরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পোস্তা উড়ালপুল নিয়ে কী করণীয় ত স্থির করতে মুখ্যসচিবের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়। প্রথমে খড়্গপুর আইআইটিকে দায়িত্ব দেওয়া হয়। কিন্তু তাদের রিপোর্ট অস্পষ্ট থাকায় বিশিষ্ট সেতু বিশেষজ্ঞ ভি কে রায়নাকে দায়িত্ব দেয় সরকার। তাঁর পরামর্শেই এখন উড়ালপুল ভাঙা হচ্ছে।

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version