Saturday, August 23, 2025

পরীক্ষার্থীদের মূল্যায়ন কীভাবে? সিদ্ধান্ত নিতে ১৩ সদস্যের বিশেষজ্ঞ কমিটি গড়ল সিবিএসই বোর্ড

Date:

করোনা সংকটের ( Corona pandemic)জেরে সিবিএসই (CBSE board exam) দ্বাদশ শ্রেণির পরীক্ষা বাতিল । কেন্দ্রের এই সিদ্ধান্তে সহমত প্রকাশ করেছে সুপ্রিম কোর্টও (supreme court)। কিন্তু পড়ুয়াদের মূল্যায়ন কীভাবে হবে তা স্থির করার জন্য সিবিএসই (CBSE)ও আইসিএসই (ICSE) বোর্ডকে দুই সপ্তাহ সময় দিয়েছিল শীর্ষ আদালত। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী সিবিএসই বোর্ড দ্বাদশ শ্রেণির মূল্যায়ন পদ্ধতি ঠিক করতে ১৩ সদস্যের একটি বিশেষজ্ঞ(expert panel of 13 members) প্যানেল তৈরি করেছে। এই প্যানেল ১০ দিনের মধ্যে রিপোর্ট জমা দেবে। সেই রিপোর্টের ভিত্তিতেই মূল্যায়ন পদ্ধতি ঠিক করবে সিবিএসই।

সিবিএসই বোর্ডের পরীক্ষা নিয়ামক (examination controller) সন্যম ভরদ্বাজ জানিয়েছেন, অবজেকটিভ ক্রাইটেরিয়ায় সময়কে মাথায় রেখে মূল্যায়ন পদ্ধতি ঠিক করতে হবে। এই বিশেষজ্ঞ প্যানেল রিপোর্ট জমা দিলেই সিবিএসই মূল্যায়ন পদ্ধতি ঘোষণা করবে। ১৩ সদস্যের এই প্যানেলে রয়েছেন শিক্ষামন্ত্রকের যুগ্ম সম্পাদক বিপিন কুমার, দিল্লির শিক্ষা বিষয়ক ডিরেক্টর উদিত প্রকাশ রাই, কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠনের কমিশনার নীধি পান্ডে, নবোদয় বিদ্যালয় সমিতি কমিশনার বিনায়ক গর্গ, চণ্ডীগঢ় স্কুল এডুকেশন ডিরেক্টর রুবিন্দরজিত সিং , সিবিএসই ডিরেক্টর অন্ত্রিক জোহরি এবং সিবিএসই বোর্ডের ডিরেক্টর জোসেফ এমানুয়েল। এই প্যানেলে ইউজিসি (UGC) ও এনসিইআরটির (NCERT)প্রতিনিধিরাও থাকবেন।

 

তবে জানা গিয়েছে এই মূল্যায়ন পদ্ধতি যাই হোক না কেন, এরপরেও যদি কোনও পড়ুয়া পরীক্ষায় বসতে চান, সেই সুযোগও রাখা হবে। ইন্টারনাল অ্যাসেসমেন্টের (internal assessment) অর্থাৎ অভ্যন্তরীণ মূল্যায়নের ভিত্তিতেও পড়ুয়াদের মূল্যায়ন করা হতে পারে। যদিও সিবিএসই শেষ পর্যন্ত কোন পদ্ধতি অবলম্বন করবে, তা জানা যাবে প্যানেলের রিপোর্ট জমা পড়ার পরই।

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version