Monday, May 12, 2025

‘পুনরায় দলে ফিরিয়ে নিন’, ক্ষমা চেয়ে তৃণমূলে ফিরতে আর্জি জেলা পরিষদের সদস্যার

Date:

আবারও মোহভঙ্গ তৃণমূল ত্যাগী জেলা পরিষদ সদস্যার। ফের পুরোনো দল তৃণমূলের ফিরতে চেয়ে আবেদন মালদহ জেলা পরিষদের সদস্যা ডলিরানি মণ্ডলের। “ভুল বুঝে বিজেপিতে যোগ দিয়েছিলাম। আমার এই সিদ্ধান্ত চরম ভুল ছিল। আমাকে ক্ষমা করে পুনরায় দলে ফিরিয়ে মানুষের জন্য কাজ করার সুযোগ দিন”- আবেদন পত্রে লিখলেন বিজেপি থেকে তৃণমূলে ফিরতে আগ্রহী মালদহ জেলা পরিষদের সদস্যা।

মালদহের মানিকচকের ভূতনি এলাকা থেকে জেলা পরিষদের ২৩ নম্বর আসনে তৃণমূলের টিকিটে জেতেন ডলিরানি মণ্ডল। এরপর গত ৮ মার্চ মালদহ জেলা পরিষদের সভাধিপতির নেতৃত্বে কলকাতায় বিজেপির সদর দফতরে গিয়ে গেরুয়া শিবিরের যোগ দেন তিনি। এখন দলে ফিরতে চেয়ে আবেদন। জেলা তৃণমূল সভাপতি এবং মানিকচকের দলীয় বিধায়ককে আবেদনপত্র পাঠিয়েছেন দাবি জেলা পরিষদ সদস্যের। বিজেপিতে যোগ দেওয়ার জন্য ক্ষমা চাইলেন জেলা পরিষদ সদস্য। এর ফলে মালদহ জেলা পরিষদে আরও বিপাকে বিজেপি। জেলা পরিষদ সদস্যকে ফিরিয়ে নেওয়া হলে সদস্য সংখ্যা বাড়বে তৃণমূলের।

আরও পড়ুন-ফের প্রকাশ্যে বিজেপির অন্তর্দ্বন্দ্ব, তথাগতর কটাক্ষের টুইট, পাল্টা তির দিলীপের

মালদা জেলা তৃণমূল সূত্রে খবর, যাঁরা দলে ফিরে আসতে চান তাঁদের ব্যাপারে সিদ্ধান্ত নেবে রাজ্য নেতৃত্ব। উল্লেখ্য, দিন কয়েক আগেই বিজেপি থেকে তৃণমূলে ফিরতে চেয়ে আবেদন জানান মালদহ জেলা পরিষদের সদস্যা সরলা মুর্মু। একে একে বিজেপিতে যোগ দেওয়া সদস্যরা প্রত্যাবর্তনের ইচ্ছা প্রকাশ করায় মালদহ জেলা পরিষদের সংখ্যাগরিষ্ঠতার দিকে এগোচ্ছে তৃণমূল।

এ প্রসঙ্গে মালদহ জেলা বিজেপি নেতা সন্তোষ মণ্ডল জানান, যাঁরা দলে যোগদান করতে চেয়েছিল তাঁদের সসম্মানে দলে গ্রহণ করা হয়েছিল। কিন্তু এখন যারা আবার দল ছেড়ে যেতে চাইছে তারা গেলে দলের কোনো রকম ক্ষতি হবে না।

Related articles

ছত্তিশগড়ে ট্রেলার-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ১৩, শোক প্রকাশ রাষ্ট্রপতির

ছত্তিশগড়ের (Chhattisgarh) রায়পুরে ট্রাক ও ট্রেলারের মুখোমুখি সংঘর্ষ। এখনও পর্যন্ত ১৩ জনের মৃত্যুর খবর মিলেছে। বেশিরভাগই শিশু ও...

দল খুঁজছেন দিমিত্রি দিয়ামন্তাকস, ওড়িশা থেকে রয়েছে প্রস্তাব

নতুন মরসুমের দল গোছাকে ব্যস্ত ইস্টবেঙ্গল(Eastbengal) ম্যানেজমেন্ট। সেখানেই এবার দিমিত্রি দিয়ামন্তাকসকে(Dimitri Diamantakos) দেখতে না পাওয়া গেলে অবাক হওয়ার...

প্রথম দল হিসাবে প্রস্তুতি শুরু করে দিল গুজরাট টাইটান্স!

সম্ভবত আগামী ১৬ মে থেকে ফের শুরু হতে চলেছে আইপিএল(IPL)। তারই প্রস্তুতিতে প্রথম দল হিসাবে নেমে পড়ল গুজরাট...

লুঙ্গি-গেঞ্জি পরেই মুখ ঢেকে বাংলাদেশ ছাড়লেন প্রাক্তন রাষ্ট্রপতি

দেশের পরিস্থিতি সঙ্গীন। লুঙ্গি-গেঞ্জি পরে ছদ্মবেশে দেশ ছেড়ে পালালেন বাংলাদেশের (Bangladesh) প্রাক্তন রাষ্ট্রপতি আবদুল হামিদ (Abdul Hamid)। হাসিনা...
Exit mobile version