Thursday, May 8, 2025

জিন্স, টি-শার্টের দিন শেষ, কাটতে হবে দাড়িও, সিবিআইয়ের জন্য লাগু হল পোশাকবিধি

Date:

এতদিন জিন্স টি-শার্টের মত সাধারন পোশাকেই দেখা যেত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের(CBI) কর্মীদের। তবে চেনা পরিচিত এই ছবিতে এবার লাগাম টানতে চলেছে ভারত সরকার(Indian government)। সম্প্রতি সিবিআই ডিরেক্টর হিসেবে দায়িত্ব নিয়েই কর্মীদের জন্য নয়া পোশাক বিধি(dress code) লাগু করে দিলেন সুবোধ কুমার জয়সওয়াল। নয়া নির্দেশিকায় জানিয়ে দেওয়া হয়েছে, এখন থেকে সিবিআই কর্মীদের অফিসে আসতে হবে পুরোপুরি ফর্মাল পোশাকে। জামা থেকে দ্রুত সবটাই হতে হবে ফর্মাল। দাড়ি রাখতে পারবেন না কোনও সিবিআই কর্মী। পাশাপাশি সিবিআই দপ্তরে কর্মরত মহিলাদের বাধ্যতামূলক ভাবে পরতে হবে শাড়ি।

সম্প্রতি সিবিআই তরফে যে নতুন নির্দেশিকা জারি করা হয়েছে সেখানে বলা হয়েছে, এই দফতরে কর্মরত সমস্ত পুরুষ কর্মীদের ট্রাউজার্স, কলার দেওয়া শার্ট এবং ফর্মাল জুতো পরতে হবে। প্রত্যহ দাড়ি কেটে আসতে হবে অফিসে। পাশাপাশি যে সকল মহিলা কর্মী রয়েছেন তাদের হয় ফরমাল শার্ট ট্রাউজার পড়ে আসতে হবে না হলে শাড়ি পড়ে আসতে হবে। নোটিশে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে, ক্যাজুয়াল জিন্স, টি-শার্ট, স্পোর্টস শু কিংবা চপ্পল পরে আসা যাবে না কোনোভাবেই। নতুন এই নির্দেশিকা সিবিআইয়ের জন্য জারি করা হতেই অস্বস্তি শুরু হয়েছে অফিসের অন্দরে। যদিও এই নির্দেশিকায় প্রকাশ্যে কোনও রকম বিদ্রোহ করতে দেখা যায়নি কাউকেই।

আরও পড়ুন:‘পুনরায় দলে ফিরিয়ে নিন’, ক্ষমা চেয়ে তৃণমূলে ফিরতে আর্জি জেলা পরিষদের সদস্যার

উল্লেখ্য, গত ২৫ মে সিবিআইয়ের নতুন ডিরেক্টর হিসেবে দায়িত্ব নেন জয়সওয়াল। এরপরই সম্প্রতি এই নির্দেশিকা জারি করা হয়েছে উর্দ্ধতন কর্তৃপক্ষের তরফে। ইতিমধ্যেই দেশের সমস্ত সিবিআই শাখায় এই নির্দেশিকা পাঠানোর পাশাপাশি কড়া ভাবে তা পালন করার নির্দেশ দেওয়া হয়েছে। এ প্রসঙ্গে নাম প্রকাশে অনিচ্ছুক সিবিআইয়ের এক আধিকারিক জানান, সিবিআই অফিসে কর্মীদের ফর্মাল পোশাকে আসতে হয় এটাই নিয়ম। কিন্তু সেই নিয়মের তোয়াক্কা না করে বিভিন্ন কর্মী জিন্স-টিশার্ট করেই অফিসে আসতেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনা হয়েছিল আগেই। অবশেষে জারি করা হল নোটিশ।

Related articles

আর বোধ হয় ছাড়বে না! অপারেশন সিঁদুর-এর পর পূর্ণমকে নিয়ে উদ্বেগে পরিবার

পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলার প্রত্যাঘাতে পাকিস্তান ও পাক-অধিকৃত কাশ্মীরের ৯টি জঙ্গি ঘাঁটিতে সফল মিসাইল হামলা চালিয়েছে ভারতীয় সেনাবাহিনী।...

‘অপারেশন সিন্দুর’ নিয়ে আলোচনায় আজ কেন্দ্রের সর্বদল বৈঠক 

পহেলগাম হামলার (Pahelgam Attack) এক পক্ষকালের মাথায় ভারতের প্রত্যাঘাতে খুশি দেশবাসী। সাধারণ মানুষ থেকে শুরু করে বিনোদন জগত,...

রিপোর্টে ‘জল মেশান’ বঙ্গ বিজেপি নেতৃত্ব! তীব্র কটাক্ষ বনসলের, বৈঠকে ডাক না পেলেও ইডেনে দিলীপ 

বাংলার রিপোর্ট দেখেছি ঝকঝকে হয়। আর কোনও রাজ্যের এত ভাল রিপোর্ট নয়। কিন্তু কাজের সময় দেখেছি সাংগঠনিক রিপোর্টে...

বোলিং ব্যর্থতায় ঘরের মাঠেই আশা শেষ নাইট রাইডার্সের

ডেওয়াল্ড ব্রেভিস(Dewald Brevis) এবং শিবম দুবের ইনিংসটাই যেন সব শেষ করে দিল। ৬০ রানে ৫ উইকেট থেকে নাইট...
Exit mobile version