গবেষণাগারেই এবার তৈরি হচ্ছে বিকল্প মাতৃদুগ্ধ

মায়ের দুধের কোনও (breast milk) বিকল্প হয় না (mother’s milk is best for newborn)। সন্তান জন্মের পর প্রথম যে হলুদ রঙের তরল পদার্থ নিঃসৃত হয় সেটি নবজাতকের জন্য সবথেকে ভালো। তাই সন্তান জন্মের পরপরই নবজাতককে মাতৃস্তন্য পান করানো উচিত। সাধারণত সব সন্তানই জন্মের পর মায়ের দুধ খেয়ে বড় হয়। কিন্তু কিছু ক্ষেত্রে ব্যতিক্রমও থাকে। না হয়ত অসুস্থ স্তন্য পান করাতে অক্ষম। না হয়ত সন্তান জন্মের পরেই প্রাণ হারিয়েছেন। সন্তান মায়ের দুধ পাবে কোথায়? এই সমস্যা মেটাতে এবার নিউ ইয়র্কের একদল বিজ্ঞানী গবেষণাগারে কৃত্রিম মাতৃদুগ্ধ তৈরি করেছে। নাম BIOMILQ. বিজ্ঞানীদের দাবি মায়ের দুধ থেকে এই কৃত্রিম মাতৃদুগ্ধ (cultured mother’s milk) তৈরি করা হয়েছে। সেল কালচার করে এই দুধ তারা গবেষণাগারে বানিয়েছেন। তাই বিজ্ঞানীদের দাবি হলো এই দুধ মাতৃদুগ্ধে সমতুল্য না হলেও বিকল্প তো বটেই। তবে ভারতে এখনো পর্যন্ত এই দুধ আসেনি। খুব শীঘ্রই সারা পৃথিবীতে এই দূধ সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়া হবে। যাতে আর কোনও নবজাতকই মাতৃদুগ্ধের অভাবে অপুষ্টিতে না ভোগে।