Wednesday, November 12, 2025

কেন্দ্রের কাছে বাংলার বকেয়া অর্থ চেয়ে ফের কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে (Central Finance Minister) চিঠি দিলেন রাজ্যের অর্থমন্ত্রী (State Finance Minister) অমিত মিত্র (Amit Mitra)। পশ্চিমবঙ্গের পাওনা প্রায় ৫ হাজার কোটি টাকা যত দ্রুত সম্ভব দিয়ে দিন, এই মর্মে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে (Nirmala Shitaraman) কড়া চিঠি দিলেন রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র। একইসঙ্গে জিএসটির (GST) ক্ষতিপূরণ পাওয়ার সময়সীমা আরও অন্তত ৫ বছর বাড়ানোর দাবি জানিয়েছেন অমিত মিত্র।

একদিকে করোনা মহামারি, গোদের উপর বিষ ফোঁড়ার মতো অন্যদিকে ইয়াস ঘূর্ণিঝড়ে ফলে বিপর্যয়। এই কঠিন পরিস্থিতিতে মানুষের পরিষেবায় অর্থের প্রয়োজন। রাজ্য নিজের ঐকান্তিক প্রচেষ্টায় পরিস্থিতি সামাল দিচ্ছে ঠিকই, কিন্তু কেন্দ্র পাওনা টাকা আটকে রাখায় রাজ্যের পক্ষে সেই কাজে গতি আন

তে প্রবল আর্থিক সংকটের মুখে পড়ছে।

এবার কেন্দ্রের কাছে রাজ্যের আর্থিক পাওনা নিয়ে সরব হলেন অমিত মিত্র। কেন গত ১০ মাস (২০২০ সালের এপ্রিল থেকে ২০২১ সালের জানুয়ারি) রাজ্যকে তার পাওনা থেকে বঞ্চিত করা হচ্ছে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন বাংলার অর্থমন্ত্রী। নির্মলা সীতারামনকে চিঠি দিয়ে তিনি বলেছেন, “প্রাপ্য ৪ হাজার ৯১১ কোটি টাকা দ্রুত মিটিয়ে দিন।” পাশাপাশি চিঠিতে তিনি উল্লেখ করেন, তাড়াহুড়ো করে জিএসটি চালু করেছিল কেন্দ্র। তারপরই বিশ্বব্যাপী মহামারী এসেছে। ফলে জিএসটি ক্ষতিপূরণের বিষয়টি হিসেব মতো পাঁচ বছরে স্থিতিশীল হয়নি। উদ্ভূত পরিস্থিতিতে ২০২২ সালের জুলাই মাসের পরেও আরও অন্তত ৫ বছর জিএসটি ক্ষতিপূরণের সময়সীমা বাড়িয়ে দেওয়া হোক।

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...
Exit mobile version