Sunday, August 24, 2025

কেন্দ্রের কাছে বাংলার বকেয়া অর্থ চেয়ে ফের কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে (Central Finance Minister) চিঠি দিলেন রাজ্যের অর্থমন্ত্রী (State Finance Minister) অমিত মিত্র (Amit Mitra)। পশ্চিমবঙ্গের পাওনা প্রায় ৫ হাজার কোটি টাকা যত দ্রুত সম্ভব দিয়ে দিন, এই মর্মে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে (Nirmala Shitaraman) কড়া চিঠি দিলেন রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র। একইসঙ্গে জিএসটির (GST) ক্ষতিপূরণ পাওয়ার সময়সীমা আরও অন্তত ৫ বছর বাড়ানোর দাবি জানিয়েছেন অমিত মিত্র।

একদিকে করোনা মহামারি, গোদের উপর বিষ ফোঁড়ার মতো অন্যদিকে ইয়াস ঘূর্ণিঝড়ে ফলে বিপর্যয়। এই কঠিন পরিস্থিতিতে মানুষের পরিষেবায় অর্থের প্রয়োজন। রাজ্য নিজের ঐকান্তিক প্রচেষ্টায় পরিস্থিতি সামাল দিচ্ছে ঠিকই, কিন্তু কেন্দ্র পাওনা টাকা আটকে রাখায় রাজ্যের পক্ষে সেই কাজে গতি আন

তে প্রবল আর্থিক সংকটের মুখে পড়ছে।

এবার কেন্দ্রের কাছে রাজ্যের আর্থিক পাওনা নিয়ে সরব হলেন অমিত মিত্র। কেন গত ১০ মাস (২০২০ সালের এপ্রিল থেকে ২০২১ সালের জানুয়ারি) রাজ্যকে তার পাওনা থেকে বঞ্চিত করা হচ্ছে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন বাংলার অর্থমন্ত্রী। নির্মলা সীতারামনকে চিঠি দিয়ে তিনি বলেছেন, “প্রাপ্য ৪ হাজার ৯১১ কোটি টাকা দ্রুত মিটিয়ে দিন।” পাশাপাশি চিঠিতে তিনি উল্লেখ করেন, তাড়াহুড়ো করে জিএসটি চালু করেছিল কেন্দ্র। তারপরই বিশ্বব্যাপী মহামারী এসেছে। ফলে জিএসটি ক্ষতিপূরণের বিষয়টি হিসেব মতো পাঁচ বছরে স্থিতিশীল হয়নি। উদ্ভূত পরিস্থিতিতে ২০২২ সালের জুলাই মাসের পরেও আরও অন্তত ৫ বছর জিএসটি ক্ষতিপূরণের সময়সীমা বাড়িয়ে দেওয়া হোক।

Related articles

পদ্মবিভীষণ! দেশের প্রয়াত অর্থমন্ত্রীকে চরম অশ্রদ্ধা বিজেপি নেত্রী অগ্নিমিত্রার

কতটা অশ্রদ্ধা থাকলে দেশের প্রাক্তন মন্ত্রী তথা নিজের দলের জাতীয় নেতাকে একজন বিধায়ক সম্মান জানাতে গিয়েও নক্কারজনক শব্দ...

পথ দুর্ঘটনায় প্রয়াত জম্মু ও কাশ্মীরের ক্রিকেটার ফারিদ, সিসিটিভি ফুটেজ দেখেই হতবাক সকলে

পথ দুর্ঘটনাতে প্রয়াত জম্মু ও কাশ্মীরের(Jammu&Kashmir) ক্রিকেটার ফারিদ হুসেন(Frid Hussain)। তাঁর দুর্ঘটনার সিসিটিভ ফুটেজ প্রকাশ্যে আসতেই হৈচৈ পড়ে...

ভারতীয় ক্রিকেট দলের নতুন স্পনসর রিলায়েন্স না আদানি গোষ্ঠী !

সংসদে গেমিং প্ল্যাটফর্মগুলি নিষিদ্ধ হওয়ায় ভারতীয় দলের জার্সি থেকে সরছে ড্রিম ইলেভেনের (Dream 11) লোগো। কিন্তু এরপর কে?...

পণের দাবিতে স্ত্রীকে ‘খুন’, এনকাউন্টারে ধরা পড়েও আফশোষ নেই খুনি স্বামীর!

স্করপিও গাড়ি পেয়েও নিস্তার নেই। দেওয়া হয়েছে আরও একটি গাড়ি। দিতে হবে আরও ৩৬ লক্ষ। নয় বছর ধরে...
Exit mobile version