আইপিএলের বাকি ম‍্যাচের সূচিতে বদল আনতে চলেছে বিসিসিআই

সেপ্টেম্বর মাসে সংযুক্ত আরব আমিরশাহিতে বসতে চলেছে আইপিএলের ( ipl) দ্বিতীয় পর্ব। আইপিএলের বাকি ৩১ টি ম‍্যাচ নিয়ে আলোচনা করতে ইতিমধ্যেই দুবাই উড়ে গিয়েছেন বিসিসিআই (bcci) প্রেসিডেন্ট স‍ৌরভ গঙ্গোপাধ্যায়( sourav ganguly)  এবং বোর্ড সচিব জয় শাহ( jay shah) । শোনা যাচ্ছে ৩১ টি ম‍্যাচের এই সূচিতে বেশ বড় বদল আনতে চলেছে বিসিসিআই।

সূত্রের খবর আইপিএলের এই বাকি ম‍্যাচ ২৫ দিনের উইন্ডোতে ৩১টি ম‍্যাচ আয়োজন করতে হবে বোর্ডকে। যার জন‍্য সূচিতে বদল আনতেই হবে বিসিসিআইকে। রোজ দুটি করে ম‍্যাচ খেলাতে হবে। ম‍্যাচ হবে দুপুর সাড়ে তিনটে এবং সন্ধ্যা সাতটায়। এরপাশাপাশি  আইপিএলের ম‍্যাচ গুলো একটি শহরে করার চিন্তাভাবনা রয়েছে বিসিসিআইয়ের।

আরও পড়ুন:বিশ্বকাপ যোগ‍্যতা অর্জন পর্বের ম‍্যাচে ইকুয়েডরের বিরুদ্ধে দুরন্ত জয় পেল ব্রাজিল