ট্রাম্পকে ২ বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করল ফেসবুক

প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) অ্যাকাউন্ট ২ বছরের জন্য নিষিদ্ধ (suspended) ঘোষণা করল ফেসবুক (Facebook)। গত জানুয়ারিতে ক্যাপিটল হিলে হিংসা নিয়ে বিতর্কিত পোস্টের জেরেই এই কড়া পদক্ষেপ বলে জানিয়েছে মার্ক জুকেরবার্গের সংস্থা। ট্রাম্পকে নিষিদ্ধ করে এক বিবৃতিতে ফেসবুক ঘোষণা করেছে, ৬ জানুয়ারি থেকে এই বিধিনিষেধ কার্যকর হবে। তবে এর পরেও জনগণের নিরাপত্তা সংক্রান্ত ঝুঁকি কমেছে বলে মনে হলে ট্রাম্পের উপর নিষেধাজ্ঞার মেয়াদ কমানো হতে পারে।

ফেসবুক মনে করছে, ট্রাম্পের পোস্টের জেরেই ক্যাপিটলের বিক্ষোভ হিংসাত্মক হয়ে উঠেছিল। তাই তাঁর বিরুদ্ধে পদক্ষেপ করা হয়। কিন্তু ট্রাম্পকে বরাবরের মতো নিষিদ্ধ করা হবে নাকি তাঁর অ্যাকাউন্ট সাময়িক বরখাস্ত করে আবার ফিরিয়ে দেওয়া হবে, তা নিয়ে আলোচনা শুরু হয়। বিষয়টি ওভারসাইট বোর্ডের কাছে পাঠানো হয়। ওভারসাইট বোর্ড জানিয়ে দেয়, সেই সময় ফেসবুকের তরফে ট্রাম্পকে তাৎক্ষণিক সাসপেন্ডের সিদ্ধান্ত সঠিক ছিল। কিন্তু অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড করার মতো যুক্তি দেওয়া হয়নি ফেসবুকের তরফে। এও বলা হয়, অনির্দিষ্টকালের জন্য সাসপেনশন ফেসবুকের নীতির অংশ নয়। তাই যুক্তি স্পষ্ট ও স্বচ্ছ হতে হবে। এরপরই ট্রাম্পকে ২ বছরের জন্য সাসপেন্ড করার কথা জানাল ফেসবুক।