Thursday, May 8, 2025

অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সোমবার সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। মাধ্যমিক-উচ্চমাধ্যমিক পরীক্ষা বাতিল থেকে শুরু করে ইয়াস নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। কিন্তু সেই বৈঠকের তাল কাটলো একটি মাছি। নবান্নের (Nabanna) সভাঘরে অবিরত মাছির উপদ্রবে বিরক্ত হন মমতা।

 

মুখ্যমন্ত্রীর গুরুত্বপূর্ণ পরামর্শের মধ্যে বারবার মাছির আগমন।

বলতে বলতেই মমতা আচমকা বলে ওঠেন, ‘‘উফ্! এত মাছি এল কোথা থেকে!’’ বলতে বলতেই টেবিলের নীচে রাখা স্যানিটাইজারের (Sanitizer) ক্যান তুলে নিয়ে স্প্রে (Spray) করতে শুরু করেন মুখ্যমন্ত্রী। বৈঠক করতে করতেই বেশ কয়েক বার স্প্রে করে মাছি তাড়ান মমতা।

 

একটা সময়ে দৃশ্যতই বিরক্ত মমতা বলেন, ‘‘এখানে এত মাছি কী করে এল! কেউ দেখে না”। বৈঠকে উপস্থিত ছিলেন ফিরহাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্যের হেভিওয়েট মন্ত্রীরা। ছিলেন রাজ্যের মুখ্যসচিব-সহ একাধিক উচ্চ পর্যায়ের আধিকারিক। মুখ্যমন্ত্রীর অনুযোগ শুনে তাঁরাও বিব্রত।

স্যানিটাইজারের দাপটে বৈঠকে শেষের দিকে অবশ্য আর মাছির উৎপাত তেমন দেখা যায়নি। তবে সভাপতির দায়িত্বে থাকা কর্মীদের কর্মীরা ইতিমধ্যেই উৎস সন্ধানে নেমে পড়েছেন।

 

Related articles

আপৎকালীন পরিস্থিতির আশঙ্কায় বিনিয়োগে ঝোঁক, একলাখে পৌঁছল সোনা!

ভারত -পাকিস্তান উত্তেজনার পরিস্থিতির মাঝে বিনিয়োগে ভবিষ্যতের সুরক্ষা খুঁজতে ব্যস্ত লগ্নিকারী। এই পরিস্থিতিতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে সোনার দাম...

একনজরে আজ পেট্রোল-ডিজেলের দাম 

৮ মে (বৃহস্পতিবার), ২০২৫কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.০১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯১.৮২ টাকাদিল্লিতে লিটার প্রতি...

উপাচার্য নিয়োগ মামলায় সুপ্রিম কোর্টে ধাক্কা আচার্যের! দেরির কারণ সিল বন্ধ খামে জানানোর নির্দেশ

সুপ্রিম কোর্টের (Supreme Court) বেঁধে দেওযা সময়ের মধ্যেও কেন রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নিয়োগ হয়নি। আচার্য তথা রাজ্যপাল সি...

ভারতে ২৭টি বিমানবন্দর বন্ধ, বাতিল ৪৩০ উড়ান! পাকিস্তানেও নিষেধাজ্ঞা জারি

ভারত-পাকিস্তান(IND-PAK) অশান্তির মধ্যে বহু বিমানবন্দর(Air Port) বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে অসামরিক বিমান(Aircraft) পরিবহন মন্ত্রক। এখনও পর্যন্ত ২৭টি বিমানবন্দর(Air...
Exit mobile version