Sunday, November 9, 2025

রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি জানতে মুখ্যসচিবকে তলব রাজ্যপালের, আজ বিকেলেই বৈঠক

Date:

ভোট-পরবর্তী হিংসার অভিযোগে বারবার রাজ্য প্রশাসনকে কাঠগড়ায় তুলেছেন রাজ্যপাল জগদীপ ধনকড় (Jagdeep Dhankar)। একের পর এক টুইট করে, নিজের টুইটার হ্যান্ডেলে ভিডিও পোস্ট করে এই নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন তিনি। এই প্রসঙ্গে আলোচনা করতে ফের রাজ্যের মুখ্যসচিবকে তলব করলেন জগদীপ ধনকড়। রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানতে সোমবার মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে (Harikrishna Dwivedi) তলব করেছেন তিনি। টুইট করে সে কথা জানিয়েছেন ধনকড়। বিকেলে তাঁকে রাজভবনে আসতে বলা হয়েছে। এই একই ইস্যুতে ঠিক এক মাসে আগে নির্বাচন শেষ হওয়ার পরেই প্রাক্তন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে (Alapan Bandyopadhyay) ডেকে পাঠিয়েছিলেন রাজ্যপাল।

আরও পড়ুন-কোর্ট বা CBI দফতরের জমায়েত কোনও কাজে বাধা দেয়নি, হাইকোর্টে সিংভি

রাজ্য সরকারের সঙ্গে রাজ্যপালের সংঘাত নতুন নয়৷ তবে নির্বাচনের পরে হিংসা প্রসঙ্গে সেই সংঘাত আরও তীব্র হয়েছে৷ বারবার রাজ্য প্রশাসনের বিরুদ্ধে জগদীপ ধনকড়ের আক্রমণের কারণে তাঁর বিরুদ্ধে সাংবিধানিক পদে থেকেও রাজনীতি করার অভিযোগ তুলেছে শাসকদল। তৃণমূল নেতৃত্বের মতে, বিজেপি নেতার মত আচরণ করছেন ধনকড়। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, বাংলা যখন ভ্যাকসিন পায় না, অক্সিজেন পায় না- তখন সেই বঞ্চনার কথা রাজ্যপাল টুইট করে বলেন না। অথচ রাজ্য প্রশাসনের বিরুদ্ধে সব সময় তিনি সরব। সাংবিধানিক প্রধানের পদমর্যাদাকে ধুলোয় মিশিয়ে দিচ্ছেন তিনি অভিযোগ তৃণমূল নেতৃত্বের।

Related articles

রবিতেও ঠাকুরনগরে এলো অ্যাম্বুল্যান্স: ২১ অনশনকারীর মধ্যে অসুস্থ ৯

এসআইআর-এর প্রতিবাদে আমরণ অনশনে মতুয়া পরিবারের সদস্যরা। মতুয়া দলপতিদের অনশনের সিদ্ধান্তে সমর্থন জানিয়ে পাশে দাঁড়িয়েছেন তৃণমূল সাংসদ মমতাবালা...

কংগ্রেসকেও সমর্থন করতে পারত RSS: অরাজনৈতিক সাজার চেষ্টা মোহন ভাগবতের!

একশো বছর উদযাপন ঘিরে রাতারাতি প্রচারের আলোয় অনেক বেশি করে আসছে আরএসএস। সেই সঙ্গে এবার প্রকাশ্যে হিন্দুত্ববাদী চিন্তাধারাকে...

সহপাঠীকে গুলি একাদশ শ্রেণির দুই ছাত্রের, ফ্ল্যাটে উদ্ধার অস্ত্রের সম্ভার

শনিবার রাতে গুরুগ্রামের সেক্টর ৪৮-এ এক অভিজাত আবাসনে ডিনারে ডেকে এনে সহপাঠীকে গুলি করার অভিযোগ উঠল একাদশ শ্রেণির...

‘অরণি সরণি’, উৎপল সিনহার কলম 

প্রথমে সিমেন্টের রাস্তায় লোহার ঠেলাগাড়ির আওয়াজ তারপর চিৎকার , ' ময়লা আছে? ' ছুটে যাই । উপুড় করে দিই ডাস্টবিন। ভাবি যদি সব ময়লা...
Exit mobile version