Tuesday, May 6, 2025

‘হার থেকে শিক্ষা নিয়ে রণনীতি বানান’, শীর্ষ BJP নেতৃত্বকে পরামর্শ মোদির

Date:

সর্বশক্তি দিয়ে বঙ্গ লড়াইয়ে ঝাঁপিয়ে পড়েছিল গেরুয়া শিবির। তবে বিজেপি(BJP) গেরুয়া মতাদর্শকে গ্রহণ করেনি বাংলা। বাংলায় বিজেপির শোচনীয় হারের পর রাজ্য বিজেপি নেতৃত্বের পাশাপাশি কার্যত মুষড়ে পড়েছেন বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বরা। এই হার যে অশনি সংকেত তা টের পেয়ে ইতিমধ্যেই আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে শীর্ষ বিজেপি নেতৃত্ব। চলছে ভাবমূর্তি পুনর্গঠনের কাজ। এমতবস্থায় শীর্ষ বিজেপি নেতৃত্বকে নির্বাচনে জয়ের জন্য হার থেকে শিক্ষা নিয়ে রণকৌশল বানানোর পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী(Prime Minister) নরেন্দ্র মোদি(Narendra Modi)।

রবিবার প্রধানমন্ত্রীর বাসভবনে প্রায় সাড়ে চার ঘন্টা ধরে বৈঠক হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বিজেপির শীর্ষ নেতাদের মধ্যে। যেখানে উপস্থিত ছিলেন বিজেপি মহাসচিব ভূপেন্দ্র যাদব সহ দলের ৭ শীর্ষ নেতৃত্ব। বৈঠকের পর মোদির সঙ্গে রাত্রিভোজও করেন তারা। বিজেপি সূত্রে খবর, এই দিনের বৈঠকে ২০২২ সালে দেশের যে সকল রাজ্যগুলিতে নির্বাচন রয়েছে তার প্রস্তুতি পর্ব এখন থেকে শুরু করে দেওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। পাশাপাশি একুশের নির্বাচনে যে সকল জায়গায় হারের মুখ দেখতে হয়েছে বিজেপিকে, সেই হার থেকে শিক্ষা নিয়ে আগামী নির্বাচনে রণকৌশল বানানোর পরামর্শ দেন প্রধানমন্ত্রী। পাশাপাশি করোনাকালে দেশের নানা প্রান্তে মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে যে সেবা কর্মসূচি বিজেপি শুরু করেছে সে বিষয়ে বিস্তারিত খোঁজখবর নিতে দেখা যায় প্রধানমন্ত্রীকে।

আরও পড়ুন: রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি জানতে মুখ্যসচিবকে তলব রাজ্যপালের, আজ বিকেলেই বৈঠক

যদিও রাজনৈতিক মহলের দাবি, ২২ এর নির্বাচনে বিজেপির অন্যতম লক্ষ্য উত্তরপ্রদেশ পুনর্দখল। কারণ সাম্প্রতিক সময়ে এই রাজ্যে যোগী সরকারের ভাবমূর্তি অনেকখানি তলানিতে গিয়ে ঠেকেছে। এই পরিস্থিতিতে আগামী বিধানসভা নির্বাচনে এই রাজ্যে লড়াইটা বেশ কঠিন বিজেপির জন্য। এই উত্তরপ্রদেশ নিয়েও মোদির বৈঠকে দীর্ঘ আলোচনা হয়। উল্লেখ্য, বিগত কয়েকদিন ধরে আগামী রণনীতি সাজাতে একের পর এক বৈঠক করে চলেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। দলের একাধিক শীর্ষ নেতৃত্বের সঙ্গে আলাদা করে বৈঠকের পাশাপাশি বৈঠক করা হয়েছে আরএসএস-এর সঙ্গেও। সবশেষে বৈঠকের ফলাফল নিয়ে এবার খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আলোচনা সেরে নিল বিজেপি শিবির।

Related articles

ICSE-তে তৃতীয় সম্পূর্ণা সংবর্ধিত মোহনবাগানে

আইসিএসই(ICSE)-তে তৃতীয়। সামনে উজ্জ্বল ভবিষ্যত্। কিন্তু সেই সম্পূর্ণাকে(Sampurna Sinha) যদি পড়াশোনা এবং মোহনবাগানের(Mohunbagan) মধ্যে কোনও একটা বেছে নিতে...

ফের কলকাতায় দিনেদুপুরে লুট! ট্যাক্সি থেকে গায়েব ২.৫ কোটি টাকা

ফের নগরবাসীর চোখের সামনে দিনেদুপুরে নগদ টাকা লুটের ঘটনা। সোমবার সকাল পৌনে বারোটা নাগাদ ফের খাস কলকাতার এন্টালির...

গোপীবল্লভপুরের বাড়িতে সস্ত্রীক দিলীপ, শ্বশুরবাড়িতে নতুন পদ রাঁধবেন নববধূ রিঙ্কু

রাজনীতি থেকে বহুদূরে এখন নতুন শ্বশুরবাড়িতে খোশ মেজাজে রিঙ্কু ঘোষ মজুমদার। সোমবার দুপুরে নববধূ রিঙ্কু ও মাকে নিয়ে...

মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফর নিয়ে শুভেন্দুর মন্তব্যের পাল্টা কড়া জবাব কুণালের

সঠিক সময়ে তিনি মুর্শিদাবাদ যাবেন- আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতোই সোমবার দুদিনের সফরে গিয়েছেন তিনি। আর...
Exit mobile version