Saturday, August 23, 2025

ইয়াসের তাণ্ডবে বিধ্বস্ত রাজ্যের বেশ কিছু জেলা। উপকূলবর্তী বহু এলাকা এখনও জলমগ্ন। ত্রাণ শিবিরেই দিন কাটাচ্ছে লক্ষাধিক বাসিন্দা। রাজ্যের তরফে আপৎকালীন পরিস্থিতি মোকাবিলার বন্দোবস্ত করা হয়েছে। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ইতিমধ্যেই ইয়াস বিধ্বস্ত এলাকায় ত্রাণের ঘোষণা করা হয়েছে। এরইমাঝে নতুন করে ইয়াস বিধ্বস্ত এলাকা পরিদর্শনে এসেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল।  সোমবার পাথরপ্রতিমায় বিপর্যয়ের ক্ষয়ক্ষতি পরিদর্শন করল কেন্দ্রীয় প্রতিনিধি দল। নির্দিষ্ট সময়ের অনেক আগেই পাথরপ্রতিমার মহেন্দ্রগঞ্জ হাইস্কুলে হেলিকপ্টারে নামেন তাঁরা। গোসাবা-গদখালি ও তার আশেপাশের এলাকা পরিদর্শন করেন কেন্দ্রীয় প্রতিনিধিরা। তাঁদের সঙ্গে রয়েছেন জেলা প্রশাসনের প্রতিনিধিরা। নদীপথেও এলাকা পরিদর্শন যান তাঁরা ।আকাশপথে ইয়াস বিধ্বস্ত এলাকাগুলি পরিদর্শনের পর এদিন জেলা প্রশাসনের সঙ্গে কিছুক্ষণ বৈঠক করেন কেন্দ্রীয় প্রতিনিধি দল। ৭ সদস্যের এই প্রতিনিধি দলে রয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের যুগ্ম সচিবও এবং অন্যান্য আধিকারিকরা। সোমবার সকালে হাওড়ার ডুমুরজলা স্টেডিয়াম থেকে হেলিকপ্টারে দক্ষিণ ২৪ পরগনার উদ্দেশে রওনা দেয় ৭ সদস্যের ওই কেন্দ্রীয় প্রতিনিধি দল। আগামীকাল পূর্ব মেদিনীপুর যাবে ওই দল। সেখান থেকে দুটি দলে ভাগ হয়ে আকাশপথে ও সড়কপথে মন্দারমণি-সহ সমুদ্র তীরবর্তী বিভিন্ন এলাকা পরিদর্শন করবেন এই কেন্দ্রীয় প্রতিনিধিরা।সেখানে ইয়াস বিধ্বস্ত এলাকার ক্ষয়ক্ষতি খতিয়ে দেখবেন তাঁরা।

Related articles

বাংলা দখলে প্রধানমন্ত্রীর ‘হতাশার আর্তনাদ’! ভিডিও দেখিয়ে তোপ তৃণমূলের

বাংলার মানুষকে দিনের পর দিন বঞ্চিত রেখে বাঙালির কাছেই ভোট ভিক্ষা! বাঙালিকে একের পর এক রাজ্যে হেনস্থা করে...

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...
Exit mobile version