Wednesday, November 12, 2025

মিডিয়া সেলের হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়লেন, এড়ালেন দিলীপের সঙ্গে বৈঠক, সৌমিত্র দেখা করলেন মুকুলের সঙ্গে!

Date:

সৌমিত্র খাঁর (Soumitra Khan) জেলা মিডিয়া সেলের হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়ার পরই খানিকটা শুরু হয়েছিল দলবদলের জল্পনা। এবার তিনি এড়িয়ে গেলেন দিলীপ ঘোষের (Dilip Ghosh) সঙ্গে বৈঠক। বৈঠক না করে মুকুল রায়ের (Mukul Roy) সঙ্গে সাক্ষাৎ করলেন। এখন তা নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে নয়া গুঞ্জন।

রবিবার বিকেলে সল্টলেকের বিডি ব্লকের বাড়িতে যান বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। তাঁর দাবি,মুকুলের অসুস্থ স্ত্রীর খোঁজখবর নিতেই গিয়েছিলেন তিনি। এরই সঙ্গে তিনি ফুঁৎকারে উড়িয়েছেন দলবদলের জল্পনাও। বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্যর দাবি, সৌমিত্র মোবাইল বদল করার ফলে হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়েছেন। ওই বৈঠকেও যোগ দেননি সৌমিত্র। দলীয় সাংসদের যুক্তি, করোনা নিয়ন্ত্রণে আনতে রাজ্যে একাধিক বিধিনিষেধ জারি রয়েছে। তাই সেই বিধিনিষেধ অগ্রাহ্য করে বৈঠকে যোগ দেবেন না তিনি। শেষ পর্যন্ত বৈঠকে যোগও দেননি সৌমিত্র।

আরও পড়ুন-‘কেউ আমার আত্মীয় নয়’, স্বজনপোষণের অভিযোগে মহুয়াকে পাল্টা জবাব ধনকড়ের

মুকুল রায়ের বাড়িতে বেশ কিছুক্ষণ সময় কাটান সৌমিত্র। সেখানে মুকুল ছাড়াও ছিলেন শুভ্রাংশু রায়। কয়েকদিন ধরেই শুভ্রাংশু রায় (Subhrangshu Roy) এবং মুকুল রায়ের বিজেপি ছাড়া নিয়ে জল্পনা তৈরি হচ্ছে। মুকুল পুত্রের সঙ্গে সখ্যতা বেড়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Bandyopadhyay)। তাই রাজনৈতিক মহলের মতে, মুকুল পুত্রের তৃণমূলে ফেরা এখন শুধু সময়ের অপেক্ষা। এ প্রসঙ্গে সৌমিত্র খাঁ বলেন, ‘‌কাকিমা অসুস্থ রয়েছেন তাই খোঁজ নিতে গিয়েছিলাম। আর আমার রাজনৈতিক অভিভাবক মুকুল রায়। তাই রাজনৈতিক আলোচনাও করেছি আমরা। আমাদের সম্পর্ক বহুদিনের। তাই দেখা করতে এসেছি। তবে বিজেপি ছাড়ার কোনও প্রশ্নই নেই। আমি বিজেপির সাংসদ। বিজেপিতে আমি ভালোই আছি।’

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...
Exit mobile version