পাকিস্তানে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা সোমবার প্রাণ গেল অন্তত ৩৬ জনের। সিন্ধ প্রদেশে রেতি এবং দাহারকি স্টেশনের মাঝে একই লাইনে চলে আসে স্যার সইদ এক্সপ্রেস এবং মিলাট এক্সপ্রেস। মুখোমুখি সংঘর্ষ হয় কয়েকটি বগি লাইন থেকে নেমে যায়। ঘটনাস্থলেই বেশ কয়েক জনের মৃত্যু হয় বলে সকালেই খবর মেলে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে, লাহোর থেকে করাচির দিকে যাচ্ছিল স্যার সইদ এক্সপ্রেস। উল্টো দিকে করাচি থেকে সারগোধায় যাচ্ছিল মিলাট এক্সপ্রেসটি। লাইনের গন্ডগোলের কারণে মুখোমুখি চলে আসে ট্রেন দু’টি। সংঘর্ষে দু’টি ট্রেনের ১৩-১৪টি কামরা লাইন থেকে নেমে যায়। এখনও পর্যন্ত ৩৬ জনের মৃত্যু ছাড়াও বহু মানুষ আহত হয়েছেন।
At least thirty passengers have been killed in a result of collision of two trains near Ghotki this morning @PakrailPK https://t.co/Zts8dyU2p4 pic.twitter.com/0fFMIicMYF
— Radio Pakistan (@RadioPakistan) June 7, 2021
খবর পেয়েই উদ্ধার কাজে নামানো হয় কয়েকটি দলকে। ঘটনাস্থলে পৌঁছেছে একাধিক রিলিফ ট্রেন। দুর্ঘটনাস্থলের কাছাকাছি সব হাসপাতালকে হাইঅ্যালার্টে রাখা হয়েছে। সব নার্স ও চিকিৎসকদের কাজে যোগ দিতে বলা হয়েছে প্রশাসনের তরফে। আহতদের চিকিৎসা চলছে ঘোটকি, ধারকি, ওবারো ও মিরপুরের হাসপাতালে। ঘোটকির পুলিশ কমিশনার জানিয়েছেন, কী ভাবে দুর্ঘটনা হল তার তদন্ত চলছে।