Sunday, August 24, 2025

মাধ্যমিক, উচ্চমাধ্যমিকের পরে এবার অনিশ্চিত জয়েন্ট এন্ট্রান্সও

Date:

এবার জয়েন্ট এন্ট্রান্স নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। ১১ জুলাই পরীক্ষা হবে কিনা তা অনিশ্চিত। বোর্ড সূত্রে খবর, রাজ্য সরকারের সঙ্গে কথা বলার পরেই সিদ্ধান্ত নেওয়া হবে যে ১১ জুলাই পরীক্ষা হচ্ছে কিনা। উল্লেখ্য, চলতি বছর জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা দেওয়ার কথা ১ লক্ষ ছাত্রছাত্রীর।

করোনাকালে কার্যত লকডাউন পরিস্থিতি রাজ্যে। বন্ধ ট্রেন। জুলাই-তে পরিস্থিতি কেমন থাকবে তা জানা নেই। অন্যদিকে পরীক্ষা দিতে শুধু এরাজ্যে থেকে নয়, ভিন রাজ্য থেকেও আসবেন পরীক্ষার্থীরা। তাই কীভাবে সবটা সামালানো যাবে তা নিয়ে সরকারের সঙ্গে বৈঠকের ভাবনা বোর্ডের। যদি ১১ জুলাই এই পরীক্ষা না নেওয়া যায় সেক্ষেত্রে বাতিল করা সম্ভব না। পিছিয়ে দিতে হবে পরীক্ষা। সর্বভারতীয় স্তরে ন্যাশনাল টেস্টিং এজেন্সি সহ যে নিয়ামক সংস্থা আছে তারা পরীক্ষা নিয়ে কী সিদ্ধান্ত নিচ্ছে সেদিকেও নজর দেওয়া হতে পারে বলে বোর্ড সূত্রে খবর।

এবছর হচ্ছে না মাধ্যমিক, উচ্চমাধ্যমিক পরীক্ষা। গতকাল সাংবাদিক বৈঠকে জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবারই মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ে অভিভাবক, পড়ুয়া ও সাধারণ মানুষের কী মতামত তা জানতে চাওয়া হয়েছিল। জনমতের রায় জানতে চাওয়া হয়েছিল মেল আইডি মারফত। সোমবার দুপুর ২ টো পর্যন্ত মতামত দেওয়ার সময় ছিল। সূত্রের খবর, জনমতের রায় পরীক্ষার বিরুদ্ধেই। গতকাল মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, মাধ্যমিক পরীক্ষার পক্ষে নয় ৭৯ শতাংশ, উচ্চমাধ্যমিক পরীক্ষা হওয়ার পক্ষে নয় ৮৬ শতাংশ। তবে কীভাবে মূল্যায়ন হবে তা ৭ দিনের মধ্যেই জানিয়ে দেওয়া হবে জানিয়েছেন মমতা।

আরও পড়ুন-বাতিল মাধ্যমিক-উচ্চমাধ্যমিক পরীক্ষা: সিদ্ধান্ত নিয়ে কী জানালেন শিক্ষাবিদরা

অতিমারী পরিস্থিতিতে মাধ্যমিক-উচ্চমাধ্যমিক হবে কিনা তা নিয়ে আগেই গঠিত হয়েছিল ছয় সদস্যের বিশেষজ্ঞ কমিটি। তারা রিপোর্টে জানিয়েছিলেন, সম্ভবত বাতিল হচ্ছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা।

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version