নারদ-কাণ্ডে CBI-এর নতুন মামলা হাইকোর্টে

নারদ-মামলায় নতুন মোড়৷

গত ১৭ মে এই মামলায় CBI চার নেতা-মন্ত্রীকে গ্রেফতার করার পর নিজাম প্যালেসে CBI অফিসের সামনে এবং ব্যাঙ্কশাল কোর্ট চত্বরে বিশৃঙ্খলা এবং পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ এনে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে হাইকোর্টে মঙ্গলবার নতুন একটি মামলা দায়ের করা হয়েছে৷ হলফনামায় CBI বলেছে, রাজ্যের বাইরের নিরপেক্ষ সংস্থাকে দিয়ে ওই ঘটনার তদন্ত এবং সেদিন দায়িত্বপ্রাপ্ত কলকাতা পুলিশ অফিসারদের বরখাস্ত করতে হবে৷ ওই পুলিশ অফিসারদের বিরুদ্ধে বিভাগীয় তদন্তেরও আবেদন করা হয়েছে৷

মামলার দ্রুত শুনানি চেয়ে এদিন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করা হয় CBI-এর তরফে।
‘পুলিশ-ইনঅ্যাকশন’ বিষয়টি যেহেতু হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের এক্তিয়ারে, তাই আগামীকাল, বুধবার সিঙ্গেল বেঞ্চে মামলাটির শুনানির সম্ভাবনা।

আরও পড়ুন:মাধ্যমিক, উচ্চমাধ্যমিকের পরে এবার অনিশ্চিত জয়েন্ট এন্ট্রান্সও