গাইঘাটায় নিয়ন্ত্রণহীন ম্যাটাডোরের ধাক্কায় প্রাণ গেল গৃহবধূর, সঙ্কটজনক শাশুড়ি

মর্মান্তিক পথ দুর্ঘটনায় মঙ্গলবার কাকভোরে বেঘোরে প্রাণ গেল এক মহিলার । নিয়ন্ত্রণ হারিয়ে ডোবাতে পড়ার আগে একই পরিবারের দুই মহিলাকে চাপা দিল আলু বোঝাই ম্যাটাডোর। উত্তর চব্বিশ পরগণা বনগাঁ গাইঘাটার যশোর রোডে এই পথ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই মৃত্যু হয় একজনের, আহত এক জন। মৃত গৃহবধূ সুন্দরী বিশ্বাস(৩২), গুরুতর আহত অবস্থায় শাশুড়ি রুবি বিশ্বাস বনগাঁ হাসপাতালে চিকিৎসাধীন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সোমবারের ঝড়ে এলাকায় বহু গাছ ভেঙে রাস্তায় পড়েছিল। আর তা সকাল হওয়ার আগেই জ্বালানির জন্য শাশুড়ির সাথে তা কুড়োতে যাওয়াই কাল হল সুন্দরী বিশ্বাসের। নিয়ন্ত্রণহীন ওভারলোডেড আলু বোঝাই ম্যাটাডোর প্রাণ কেড়ে নিল শঙ্কর বিশ্বাসের স্ত্রীর। মা হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।

স্থানীয়রা জানিয়েছেন, ভোর পাঁচটার সামান্য পরে হাবরা থেকে বনগাঁগামী একটি আলুবোঝাই গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের নয়ানজুলিতে উল্টে পড়ে । উল্টে যাওয়ার সময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা মধ্য ত্রিশের ওই গৃহবধূ ও তার শাশুড়িকে সঙ্গে নিয়ে ডোবায় তলিয়ে যেতে থাকে ম্যাটডোরটি ।গাড়ির তলায় চাপা পড়ে যান রুবি বিশ্বাস। তিনি বেঁচে গেলেও গৃহবধূ সুন্দরী বিশ্বাসকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। এই দুর্ঘটনায় গরীব পরিবারটিতে শোকের ছায়া নেমে আসে ।