Sunday, November 9, 2025

ম্যাচের ৭৯ মিনিট পর্যন্ত সেভাবে সুযোগ পাননি গোল করার বা গোলমুখ খোলার। কর্নার থেকে বল পেয়ে কখনও হেড করেছেন তিন কাঠির বাইরে, আবার কখনও এট্যাককিং থার্ড-এ ঢুকে পড়লেও বাংলাদেশের প্রতিপক্ষ ডিফেন্ডারেরা ক্লিয়ার করেছেন। কিন্তু ওই যে কথায় আছে, “ওস্তাদের মার শেষ রাতে”! আর রেফারি শেষ বাঁশি বাজানোর আগে বাংলাদেশের (Bangladesh) হৃদয় ভাঙলেন সেই সুনীল ছেত্রী (Sunil Chettry)।

কাতারের (Qatar) দোহায় (Doha) বিশ্বকাপ বাছাইয়ের (FIFA World Cup 2022 Qualifier) ম্যাচে সুনীলের জোড়া গোল বাংলাদেশকে হারালো ভারত। একইসঙ্গে এই জয়ের সুবাদেই ভারত এএফসি এশিয়ান কাপের (AFC Asian Cup) আশা জিইয়ে রাখল। আর এই দুই গোলের সুবাদে জাতীয় দলের জার্সি গায়ে ৭৪টি গোল হয়ে গেল সুনীলের। গোল সংখ্যায় ছাপিয়ে গেলেন ফুটবলের বরপুত্র ৬ বারের ব্যালন ডি’অর (Balon d’or) জয়ী কিংবদন্তি লিওনেল মেসিকেও (Lionel Messi)।

দলের প্রয়োজনে জ্বলে ওঠা মেন ইন ব্লু (Men in Blue) ‘ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক’ সুনীলের কাছে নতুন নয়। একই দিনে ৭৩ এবং ৭৪ তম আন্তর্জাতিক গোল করে ফেললেন ভারত অধিনায়ক। এই মুহর্তে বর্তমান আন্তর্জাতিক ফুটবলারদের মধ্যে সর্বোচ্চ বেশি গোলদাতাদের তালিকায় ২ নম্বরে উঠে এলেন সুনীল। তিনে মেসি (৭২ গোল)। ১০৩টি গোল করে তালিকায় সবার ওপরে পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Rinaldo)। সুনীল আন্তর্জাতিক ফুটবলে প্রথম ১০ গোলদাতাদের তালিকাতেও চলে এলেন। ইতিমধ্যে টুইট করে এমন ঘোষণাও করে দিয়েছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা ফিফা (FIFA).

Related articles

বালিচকের প্লাটফর্মে ধাক্কা মালগাড়ির, অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা

রবিবার সকালে খড়্গপুর ডিভিশনে রেল দুর্ঘটনা। নটা নাগাদ বালিচক স্টেশনে বিকট আওয়াজে একটি মালগাড়ির ইঞ্জিন ধাক্কা মারে প্ল্যাটফর্মে।...

তারকেশ্বরে শিশুকন্যাকে অপহরণ করে যৌন নির্যাতন, গ্রেফতার দাদু!

চার বছরের ঘুমন্ত শিশুকন্যাকে মশারি কেটে বের করে নিয়ে গিয়ে যৌন নির্যাতন। তারকেশ্বর স্টেশন (Tarkeswar Station) সংলগ্ন ড্রেন...

রবিবাসরীয় সকালে চাঁদনী চকের CESC অফিসের ট্রান্সফর্মারে বিস্ফোরণ!

সাতসকালে মহানগরীতে ফের অগ্নিকাণ্ড (Fire incident in Kolkata)। সকাল ৭টা ১০ মিনিট নাগাদ চাঁদনী চকের CESC অফিসের একটি...

গ্রিন লাইনে ট্র্যাফিক ব্লক, রবির শেষ মেট্রোসূচিতে বদল!

ছুটির দিনে মহানগরীর পাতাল পরিষেবায় বদল। হাওড়া ময়দান - সেক্টর ফাইভ (Howrah Maidan to Sector V) রুটে শেষ...
Exit mobile version