Monday, August 25, 2025

লজ্জা! বেআইনিভাবে টাকা আত্মসাতের দায়ে সাত বছর কারাবাসের সাজা হল মহাত্মা গান্ধীর (Mahatma Gandhi) এক প্রপৌত্রীর। ভারতীয় মুদ্রায় ৩.৩৩ কোটি টাকা (দক্ষিণ আফ্রিকার ৬.২ মিলিয়ন র‍্যান্ড) আর্থিক জালিয়াতির দায়ে ডারবানের আদালতে সাত বছরের জেল (jail) হয়েছে মহাত্মা গান্ধীর প্রপৌত্রী আশিসলতা রামগোবিনের (ashislata ramgobin)। প্রসঙ্গত, গান্ধীজির দ্বিতীয় ছেলে মনিলাল গান্ধীর মেয়ে এলা গান্ধীর মেয়ে আশিসলতা। এলা গান্ধী ছিলেন দক্ষিণ আফ্রিকার জনপ্রিয় সমাজকর্মী এবং প্রাক্তন সাংসদ।

দক্ষিণ আফ্রিকার সংবাদমাধ্যম সূত্রে খবর, ২০১৫ সালে এস আর মহারাজ নামে এক ব্যবসায়ীর থেকে মিথ্যে কাগজপত্র দেখিয়ে প্রচুর টাকা আত্মসাৎ করেন আশিসলতা। অভিযোগ, আর্থিক সঙ্কটে রয়েছেন তাই ভারত থেকে আমদানি করা সুতির কাপড় বন্দর থেকে কয়েক কোটি টাকা দিয়ে ছাড়াতে হবে, এই আর্জি জানিয়েই মহারাজের থেকে টাকা হাতিয়ে নেন তিনি। পণ্য ছাড়িয়ে আনতে প্রচুর টাকা আমদানি শুল্ক দিতে হবে শুনে গান্ধীজির প্রপৌত্রীকে সাহায্য করেন মহারাজ। সেই সময় আশিসলতা লভ্যাংশ দেওয়ার প্রতিশ্রুতিও দেন মহারাজকে। ওই ব্যবসায়ীর বিশ্বাস অর্জন করতে একাধিক ভুয়ো কাগজপত্র তৈরি করে তাঁকে পাঠান গান্ধীজির প্রপৌত্রী। যদিও টাকা পাঠানোর পর মহারাজ বুঝতে পারেন তিনি প্রতারিত হয়েছেন। পুরো টাকাই আত্মসাৎ করেছেন মহিলা। এরপরই মহাত্মা গান্ধীর প্রপৌত্রীর বিরুদ্ধে ডারবানের আদালতে মামলা দায়ের করেন তিনি। সেই মামলায় দোষী সাব্যস্ত হয়ে সাত বছরের সশ্রম কারাদন্ডের সাজা দেওয়া হয়েছে ৫৬ বছর বয়সি আশিসলতা রামগোবিনকে।

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version