Friday, August 22, 2025

রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে না জানিয়েই তিনি দিল্লি এসেছেন৷

মঙ্গলবার দিল্লিতে নিজেই একথা স্বীকার করে নিয়েছেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷

এদিন দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক শেষে মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু এদিন স্বীকার করেছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে না জানিয়েই তিনি দিল্লিতে এসেছেন৷ তিনি বলেন, “দিলীপদাকে বলা হয়নি, কোনও কথাও হয়নি৷ অমিতাভ চক্রবর্তীকে জানিয়েছি৷ এভাবে আমার সঙ্গে দিলীপদার গোলমাল লাগানো যাবেনা৷ আমরা দু’জনই মেদিনীপুর জেলার”৷

পাশাপাশি এদিন সংসদীয় বিধিকে তোয়াক্কা না করার বার্তাও দিয়েছেন শুভেন্দু৷ সাংসদ পদে ইস্তফা না দিয়েই তৃণমূল টিকিটে জেতা দুই সাংসদ, শিশির অধিকারী এবং সুনীল মণ্ডল বিধানসভা ভোটের আগেই যোগ দিয়েছেন বিজেপিতে৷ সাংসদ পদে ইস্তফা না দিয়েই তাঁরা দলবদল করেছেন৷ সংসদীয় রীতি মেনে এই দু’জনের লোকসভার সদস্যপদ খারিজের দাবি জানিয়ে ইতিমধ্যেই স্পিকারকে চিঠি দিয়েছে তৃণমূল সংসদীয় দল৷
আর এদিন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এ প্রসঙ্গে বলেছেন, “দলবদল এভাবেই হয়৷ তৃণমূল এই চেষ্টা করে দেখুক৷ দলত্যাগ বিরোধী আইন কার্যকর হলে বিপাকে পড়বে তৃণমূলই৷ কারণ তৃণমূলই গতবার ২০-২৫ জন বিধায়ককে দলবদল করে নিজেদের দলে নিয়েছিলো৷” শুভেন্দু বলেন, “এদের সদস্য পদ খারিজ হয়নি৷ এবার এই চেষ্টা হলে দলত্যাগ বিরোধী আইন সর্বস্তরেই কার্যকর হবে”৷
শুভেন্দু এদিন বলেন, “আমার নামে ত্রিপল চুরির দায়ে এফআইআর করা হয়েছে৷ ত্রিপল চুরি করার দুর্দশা আমার এখনও হয়নি৷ তৃণমূল ৭-৮ মাস ধরেই আমার বিরুদ্ধে মামলা করার চেষ্টা করছেন কিন্তু তার একটা লেভেল তো থাকবে? অভিযোগ করা মানেই চূড়ান্ত কিছু নয়৷” জাতীয়স্তরে তৃণমূলকে বিস্তৃত করার পরিকল্পনা নিয়ে এদিন তিনি বলেন, “২০১৯ সালের ১৯ জানুয়ারি কলকাতায় ‘ইউনাইটেড ইণ্ডিয়া’-র সমাবেশ হয়েছিলো, তার পরিণতি আমরা দেখেছি”৷

 

Related articles

আস্থা কোথায়? প্রধানমন্ত্রীর সভার দিন বুঝিয়ে দিলেন দিলীপ, কটাক্ষ তৃণমূলের

দৃশ্য এক, বিজেপির নক্ষত্রখচিত মঞ্চ। মালা, উত্তরীয়তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) বরণ করছেন একের পর এক বঙ্গবিজেপির...

বাংলা বিদ্বেষীকে পাশে বসিয়ে বাঙালি প্রেম! মোদির দ্বিচারিতাকে ধুইয়ে দিল তৃণমূল

বাংলায় এলেই বাংলা ভাষায় বক্তৃতা। এ তো নরেন্দ্র মোদির রেওয়াজ হয়েছেই। সম্প্রতি তিনি উত্তর ভারতের গোবলয়ের দেব-দেবী ছেড়ে...

রায় বেরোনোর পরেই জয়েন্টের তালিকা প্রকাশ: বোর্ডের কৃতিত্বে আনন্দ প্রকাশ মুখ্যমন্ত্রীর

কলকাতা হাই কোর্ট ওবিসি সংক্রান্ত যে জট দীর্ঘদিন ধরে পাকিয়ে রাখার চেষ্টা করে চলেছিল, শুক্রবার তা প্রতিহত হয়...

বাঙালি স্বাধীনতা সংগ্রামীর পেনশনের আবেদনও খারিজ! আদালতে মুখ পুড়ল কেন্দ্রের

ইতিহাসকে বিকৃত করার বিজেপি-আরএসএসের যৌথ পরিকল্পনায় চরম দুর্দশা বাঙালি স্বাধীনতা সংগ্রামীদের। নরেন্দ্র মোদি মুখে বাঙালি বিপ্লবীদের নাম নিলেও...
Exit mobile version