Monday, August 25, 2025

লজ্জা! বেআইনিভাবে টাকা আত্মসাতের দায়ে সাত বছর কারাবাসের সাজা হল মহাত্মা গান্ধীর (Mahatma Gandhi) এক প্রপৌত্রীর। ভারতীয় মুদ্রায় ৩.৩৩ কোটি টাকা (দক্ষিণ আফ্রিকার ৬.২ মিলিয়ন র‍্যান্ড) আর্থিক জালিয়াতির দায়ে ডারবানের আদালতে সাত বছরের জেল (jail) হয়েছে মহাত্মা গান্ধীর প্রপৌত্রী আশিসলতা রামগোবিনের (ashislata ramgobin)। প্রসঙ্গত, গান্ধীজির দ্বিতীয় ছেলে মনিলাল গান্ধীর মেয়ে এলা গান্ধীর মেয়ে আশিসলতা। এলা গান্ধী ছিলেন দক্ষিণ আফ্রিকার জনপ্রিয় সমাজকর্মী এবং প্রাক্তন সাংসদ।

দক্ষিণ আফ্রিকার সংবাদমাধ্যম সূত্রে খবর, ২০১৫ সালে এস আর মহারাজ নামে এক ব্যবসায়ীর থেকে মিথ্যে কাগজপত্র দেখিয়ে প্রচুর টাকা আত্মসাৎ করেন আশিসলতা। অভিযোগ, আর্থিক সঙ্কটে রয়েছেন তাই ভারত থেকে আমদানি করা সুতির কাপড় বন্দর থেকে কয়েক কোটি টাকা দিয়ে ছাড়াতে হবে, এই আর্জি জানিয়েই মহারাজের থেকে টাকা হাতিয়ে নেন তিনি। পণ্য ছাড়িয়ে আনতে প্রচুর টাকা আমদানি শুল্ক দিতে হবে শুনে গান্ধীজির প্রপৌত্রীকে সাহায্য করেন মহারাজ। সেই সময় আশিসলতা লভ্যাংশ দেওয়ার প্রতিশ্রুতিও দেন মহারাজকে। ওই ব্যবসায়ীর বিশ্বাস অর্জন করতে একাধিক ভুয়ো কাগজপত্র তৈরি করে তাঁকে পাঠান গান্ধীজির প্রপৌত্রী। যদিও টাকা পাঠানোর পর মহারাজ বুঝতে পারেন তিনি প্রতারিত হয়েছেন। পুরো টাকাই আত্মসাৎ করেছেন মহিলা। এরপরই মহাত্মা গান্ধীর প্রপৌত্রীর বিরুদ্ধে ডারবানের আদালতে মামলা দায়ের করেন তিনি। সেই মামলায় দোষী সাব্যস্ত হয়ে সাত বছরের সশ্রম কারাদন্ডের সাজা দেওয়া হয়েছে ৫৬ বছর বয়সি আশিসলতা রামগোবিনকে।

Related articles

দার্জিলিংয়ে প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ, তাকদায় সূচনা নতুন দিগন্তের

চলতি সপ্তাহেই নতুন দিগন্ত খুলতে চলেছে দার্জিলিং পাহাড়ে। প্রথমবারের জন্য পাহাড় পাচ্ছে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ। সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে...

ঘোষণা ছাড়াই টালিগঞ্জ থেকেই ঘুরছে মেট্রো! স্বস্তি উড়েছে যাত্রীদের

কথা দিয়ে কথা রাখছে না মেট্রো! কোনও ঘোষণা ছাড়াই নিজেদের ইচ্ছেমতো ট্রেন চালাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। আর তাতেই ক্ষোভ...

গাজায় সাংবাদিকসহ ১৯ জনের মৃত্যু! নীরব নেতানিয়াহু

দুর্ভিক্ষপীড়িত গাজায় ফের রক্তক্ষয়ী হামলা চালাল ইজরায়েলি সেনা। সোমবার দুপুরে গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে একাধিক ক্ষেপণাস্ত্র ও...

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...
Exit mobile version