Saturday, November 8, 2025

বিদেশে প্রতারণার দায়ে সাত বছরের জেল গান্ধীজির প্রপৌত্রীর

Date:

লজ্জা! বেআইনিভাবে টাকা আত্মসাতের দায়ে সাত বছর কারাবাসের সাজা হল মহাত্মা গান্ধীর (Mahatma Gandhi) এক প্রপৌত্রীর। ভারতীয় মুদ্রায় ৩.৩৩ কোটি টাকা (দক্ষিণ আফ্রিকার ৬.২ মিলিয়ন র‍্যান্ড) আর্থিক জালিয়াতির দায়ে ডারবানের আদালতে সাত বছরের জেল (jail) হয়েছে মহাত্মা গান্ধীর প্রপৌত্রী আশিসলতা রামগোবিনের (ashislata ramgobin)। প্রসঙ্গত, গান্ধীজির দ্বিতীয় ছেলে মনিলাল গান্ধীর মেয়ে এলা গান্ধীর মেয়ে আশিসলতা। এলা গান্ধী ছিলেন দক্ষিণ আফ্রিকার জনপ্রিয় সমাজকর্মী এবং প্রাক্তন সাংসদ।

দক্ষিণ আফ্রিকার সংবাদমাধ্যম সূত্রে খবর, ২০১৫ সালে এস আর মহারাজ নামে এক ব্যবসায়ীর থেকে মিথ্যে কাগজপত্র দেখিয়ে প্রচুর টাকা আত্মসাৎ করেন আশিসলতা। অভিযোগ, আর্থিক সঙ্কটে রয়েছেন তাই ভারত থেকে আমদানি করা সুতির কাপড় বন্দর থেকে কয়েক কোটি টাকা দিয়ে ছাড়াতে হবে, এই আর্জি জানিয়েই মহারাজের থেকে টাকা হাতিয়ে নেন তিনি। পণ্য ছাড়িয়ে আনতে প্রচুর টাকা আমদানি শুল্ক দিতে হবে শুনে গান্ধীজির প্রপৌত্রীকে সাহায্য করেন মহারাজ। সেই সময় আশিসলতা লভ্যাংশ দেওয়ার প্রতিশ্রুতিও দেন মহারাজকে। ওই ব্যবসায়ীর বিশ্বাস অর্জন করতে একাধিক ভুয়ো কাগজপত্র তৈরি করে তাঁকে পাঠান গান্ধীজির প্রপৌত্রী। যদিও টাকা পাঠানোর পর মহারাজ বুঝতে পারেন তিনি প্রতারিত হয়েছেন। পুরো টাকাই আত্মসাৎ করেছেন মহিলা। এরপরই মহাত্মা গান্ধীর প্রপৌত্রীর বিরুদ্ধে ডারবানের আদালতে মামলা দায়ের করেন তিনি। সেই মামলায় দোষী সাব্যস্ত হয়ে সাত বছরের সশ্রম কারাদন্ডের সাজা দেওয়া হয়েছে ৫৬ বছর বয়সি আশিসলতা রামগোবিনকে।

Related articles

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...
Exit mobile version