Sunday, November 9, 2025

দুঃখে পাশে তৃণমূল, বাংলায় বিজেপি টুরিস্ট গ্যাং: ‘বহিরাগতদের’ তীব্র আক্রমণ অভিষেকের

Date:

মানুষের সুখের দিনে না থাক, দুঃখের দিনে পাশে থাকে তৃণমূল। আর বাংলায় ‘বহিরাগতরা’ টুরিস্ট গ্যাং- মুর্শিদাবাদে বজ্রাহতদের পরিবারের সঙ্গে দেখা করার পর সংবাদমাধ্যমে এই প্রতিক্রিয়া জানালেন তৃণমূলের সর্বভারতীয় সধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বুধবার, বহরমপুরে বজ্রপাতে মৃতদের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে অভিষেক ফের বিজেপির অন্তর্দ্বন্দ্ব নিয়েও তোপ দাগেন। তিনি বলেন, “১০ টা নেতাকে এক ছাতার তলায় আনতে পারে না, ১৩০ কোটির দেশ কী ভাবে সামলাবে?”

ভোটের আগে বাংলায় প্রচারে এসে প্রান্তিক মানুষের বাড়িতে গিয়ে খাওয়া-দাওয়া করেছিলেন অমিত শাহ (Amit Shah), জেপি নাড্ডারা (Nadda)। সেই প্রসঙ্গ তুলে এদিন ফের বিজেপিকে (Bjp) আক্রমণ করেন অভিষেক। বলেন, “যাঁরা কলাপাতায় ভাত খেয়েছে, খাটিয়ায় বসে ছবি তুলেছে তাঁদের আর দেখা যাচ্ছে না। মার্চ-এপ্রিলে বাংলায় এই ট্যুরিস্ট গ্যাং দেখা গিয়েছিল”। তীব্র কটাক্ষ করে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, “তাঁদের এখন অনুবীক্ষণ যন্ত্র দিয়েও দেখা যাচ্ছে না”।

সর্বভারতীয় দল হিসেবে দেশের কোণায় কোণায় করে জায়গা করে নিতে চাইছে তৃণমূল (Tmc)। সেই ইস্যুতে তৃণমূলকে খোঁচা দিয়েছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী (Shubhendu Adhikari)। তাই নিয়ে শুভেন্দুর রান্না করে দিন অভিষেক বলেন, “উনি জ্ঞান হারিয়েছেন। আগে নিজেদের অন্তর্দ্বন্দ্ব মেটান। ১০টা নেতাকে এক ছাতার তলায় যারা আনতে পারে না, তারা ১৩০ কোটির দেশ কী ভাবে সামলাবে, তা জনতাই বুঝে নিক”।

আরও পড়ুন:‘কৃষক আন্দোলনকে পূর্ণ সমর্থন’, অবিজেপি মুখ্যমন্ত্রীদের একজোট হওয়ার ডাক মমতার

অভিষেক বলেন, “তৃণমূলকে সুখে পাবেন না, দুঃখের সময় পাবেন”। বজ্রপাতে মৃতদের পরিবারের পাশে যে রাজ্য সরকার ও তৃণমূল সারা বছর থাকবে, সে আশ্বাসও দেন তিনি।  এ দিন বহরমপুরের পর রঘুনাথগঞ্জেও যান অভিষেক। খামে ভরে সাহায্যও তুলে দেন স্বজনহারা পরিবারের সদস্যদের হাতে।

Related articles

বালিচকের প্লাটফর্মে ধাক্কা মালগাড়ির, অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা

রবিবার সকালে খড়্গপুর ডিভিশনে রেল দুর্ঘটনা। নটা নাগাদ বালিচক স্টেশনে বিকট আওয়াজে একটি মালগাড়ির ইঞ্জিন ধাক্কা মারে প্ল্যাটফর্মে।...

তারকেশ্বরে শিশুকন্যাকে অপহরণ করে যৌন নির্যাতন, গ্রেফতার দাদু!

চার বছরের ঘুমন্ত শিশুকন্যাকে মশারি কেটে বের করে নিয়ে গিয়ে যৌন নির্যাতন। তারকেশ্বর স্টেশন (Tarkeswar Station) সংলগ্ন ড্রেন...

রবিবাসরীয় সকালে চাঁদনী চকের CESC অফিসের ট্রান্সফর্মারে বিস্ফোরণ!

সাতসকালে মহানগরীতে ফের অগ্নিকাণ্ড (Fire incident in Kolkata)। সকাল ৭টা ১০ মিনিট নাগাদ চাঁদনী চকের CESC অফিসের একটি...

গ্রিন লাইনে ট্র্যাফিক ব্লক, রবির শেষ মেট্রোসূচিতে বদল!

ছুটির দিনে মহানগরীর পাতাল পরিষেবায় বদল। হাওড়া ময়দান - সেক্টর ফাইভ (Howrah Maidan to Sector V) রুটে শেষ...
Exit mobile version