Monday, August 25, 2025

যোগী রাজ্যে মর্মান্তিক বাস দুর্ঘটনায় মৃত্যু কমপক্ষে ১৭ জনের, সাহায্যের আশ্বাস মোদির

Date:

যোগী আদিত্যনাথের (Yogi Adityanath) উত্তরপ্রদেশ (UP) যেন “অভিশপ্ত”। নদীতে করোনার মৃতদেহ ভেসে আসা থেকে শুরু করে একের পর এক খুন, ধর্ষণ, রাহাজানির অভিযোগে আইন-শৃঙ্খলা নিয়ে তুঙ্গে বিতর্ক। তারই মধ্যে ফের এক ভয়ঙ্কর দুর্ঘটনা। সবমিলিয়ে “অভিশপ্ত” যোগী রাজ্য।

উত্তরপ্রদেশে এবার যাত্রী বোঝাই মর্মান্তিক বাস দুর্ঘটনা (Bus Accident)। রাজ্যের কানপুরে (Kanpur) গতকাল, মঙ্গলবার রাতের এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে কমপক্ষে ১৭ জনের। জখম ৫ জন। আহতদের মধ্যে অনেকেই আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে। মৃতের পরিবার ও আহতের সাহায্যের আশ্বাস প্রধানমন্ত্রী (PM) নরেন্দ্র মোদি (Narendra Modi) ও মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের।

জানা গিয়েছে, বাসটি লখনউ থেকে দিল্লির দিকে যাওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়ে৷ একটি জেসিবি লোডারের সঙ্গে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়৷ সে সময় বাসটির বেশ গতি ছিল। তাই সংঘর্ষের পরই সেটি উল্টে যায়৷ তড়িঘড়ি আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দুর্ঘটনায় মৃত এবং আহতদের মধ্যে অনেকেই স্থানীয় একটি বিস্কুট কারখানার কর্মী৷ ওই জেসিবি লোডারটিতে চেপে তাঁরা যাচ্ছিলেন। এই ঘটনায় শোকপ্রকাশ করে তদন্তের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

মৃতের পরিবার পিছু ২ লক্ষ টাকা ক্ষতিপুরণও ঘোষণা করেন। অন্যদিকে মৃতদের প্রতি শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। পাশাপাশি আহতদের দ্রুত আরোগ্য কামনাও করেছেন। মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ এবং আহতদের ৫০ হাজার টাকা করে সাহায্য করা হবে বলে প্রধানমন্ত্রীর দফতরের তরফে জানানো হয়।

 

Related articles

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...

আদিবাসী উন্নয়ন আরও সুদূর প্রসারি করার বার্তা মুখ্যমন্ত্রীর, সৌজন্য উড়িয়ে বৈঠকে অনুপস্থিত বিজেপি

আদিবাসী উন্নয়ন নয়, রাজনীতিই যে তাদের লক্ষ্য তা আরও একবার প্রমাণ করল বিজেপি (BJP)। আমন্ত্রণ পেয়েও সৌজন্যের জবাব...

DHFC-র হারের পরই ক্লাব থেকে কর্তাদের ছোট করার চেষ্টা, জবাব দিলেন মানস

ডুরান্ড কাপের(Durand Cup) ফাইনালে পৌঁছে সকলকে চমকে দিয়েছিল ডায়মন্ডহারবার এফসি(DHFC)। বাংলার ফুটবলকে যে দল নতুন স্বপ্ন দেখাচ্ছে, তাদের...

আধারের অভাবে রেশন বঞ্চনা নয়, কড়া নির্দেশ খাদ্য দফতরের 

আধার কার্ড না–থাকা বা বায়োমেট্রিক যাচাই না–হওয়ার কারণে আর কোনও বৈধ রেশন গ্রাহককে খাদ্যসাথী প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত...
Exit mobile version