Saturday, August 23, 2025

তৃণমূলে (tmc) থাকার সময় লাগাতার হাওড়া জেলা সভাপতি অরূপ রায়ের (arup ray) বিরুদ্ধে তোপ দাগতেন রাজীব বন্দ্যোপাধ্যায় (rajib banerjee)। ভোটের মুখে দলকে বেইজ্জত করে তৃণমূলে সম্মান পাচ্ছেন না এই অজুহাতে বিজেপিতে (bjp) যোগ দেন। নির্বাচনে ডোমজুড় কেন্দ্রে ৪২ হাজার ভোটে হেরে ক্ষমতার বৃত্তে ঢোকার মরিয়া চেষ্টায় এখন তৃণমূলের মন রাখা কথা টুইট করে ফের পুরনো দলে ঢোকার তালে আছেন রাজীব। রাজ্যের প্রাক্তন মন্ত্রীর এই চরম দেউলিয়াপনা দেখে একদিকে যেমন সৌমিত্র খানের মত তাঁর বিজেপির সতীর্থরা তাঁকে কটাক্ষ করছেন, তেমনি প্রবল ক্ষুব্ধ হাওড়া জেলা তৃণমূল নেতৃত্ব। দলবদলু রাজীবকে তৃণমূলে ফেরানোর সিদ্ধান্ত দলনেত্রীর, মুখে একথা বললেও ‘বিশ্বাসঘাতক’ রাজীবকে যাতে দলে ফেরানো না হয় সেজন্য চাপ বাড়াচ্ছেন হাওড়ার সর্বস্তরের নেতা-কর্মী। রাজীবের বিরোধিতায় কার্যত এককাট্টা জেলা তৃণমূল।

হাওড়া জেলা তৃণমূলের অন্যতম নেতা তথা প্রবীণ মন্ত্রী অরূপ রায় মুখ খুলেছেন রাজীব ইস্যুতে। দলবদলু বিজেপি নেতার অস্বস্তি বাড়িয়ে অরূপ রায় বলেছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ডোমজুড়ের সভায় এসে রাজীবের মুখোশ খুলে দিয়ে গিয়েছিলেন। তাই ৪০ হাজারের বেশি ভোটে হেরে গিয়েছে। ইতিমধ্যেই হাওড়ার তৃণমূল কর্মীরা মুখ খুলতে শুরু করেছেন রাজীবের বিরুদ্ধে। তারা কেউ চান না ভোটের মুখে দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা কাউকে দলে ফেরানো হোক। তৃণমূল কংগ্রেস কর্মীদের আবেগকে গুরুত্ব দেয়। কর্মীরা যা বলবে তাই হবে। বস্তুত হাওড়ার কোনও নেতাকর্মীই রাজীবের হয়ে কোথাও সওয়াল করেননি। বরং জেলা জুড়ে তৃণমূলের নেতা থেকে কর্মী সকলে এক বাক্যে দাবি তুলছেন, কোনও অবস্থাতেই যেন সুযোগসন্ধানী রাজীবকে দলে ফেরানো না হয়। সেই দাবি ফেলতেও পারছে না তৃণমূল শীর্ষ নেতৃত্ব। দলের নতুন সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথাতেও তার ইঙ্গিত মিলেছে। তিনি কার্যত নাম না করেই বুঝিয়ে দিয়েছেন তৃণমূলের দরজা আপাতত রাজীবের জন্য খুলছে না। তাঁকে বিজেপিতেই থাকতে হবে।

আরও পড়ুন:রাজ্যে করোনার দৈনিক সংক্রমণের গ্রাফ নিম্নমুখী, মৃতের সংখ্যা ১০০র নীচে

Related articles

নিউ গড়িয়ায় বৃদ্ধা-খুনে নয়া মোড়, গ্রেফতার আয়া ও তার পুরুষ সঙ্গী

রাতের বেলায় পুরুষ সঙ্গীকে নিয়ে আয়া এসেছিলেন নিউ গড়িয়ায়(New Garia) খুন হওয়া বৃদ্ধার বাড়িতে। কেন? ওই আয়া ঢুকেছিলেন...

উত্তরাখণ্ডে ফের মেঘ ভাঙা বৃষ্টি: বিধ্বস্ত থারালিতে নিখোঁজ অন্তত ৩

ফের বড়সড় বিপর্যয়ের মুখে উত্তরাখণ্ডের (Uttarakhand) চামোলি জেলা। মধ্যরাতে মেঘ ভাঙা বৃষ্টির জেরে থারালি এলাকায় হড়পা বানে (flash...

ডুরান্ড ফাইনালে ডায়মন্ডহারবারকে নিয়ে চড়তে পারদ

ডুরান্ড কাপের ফাইনালে মুখোমুখি ডায়মন্ডহারবার এফসি(DHFC) ও নর্থইস্ট ইউনাইটেড(North East United)। আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। এরপরই যুবভারতী স্টেডিয়ামে...

ট্রাম্পের ছায়াসঙ্গী একসঙ্গে ভারত-পাকিস্তান-বাংলাদেশে আমেরিকার রাষ্ট্রদূত! নেপথ্য উদ্দেশ্য নিয়ে জল্পনা

নিজের ছায়াসঙ্গীকেই ভারতে রাষ্ট্রদূত করে পাঠালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। তাঁর এই সিদ্ধান্তের নেপথ্যে কী উদ্দেশ্য...
Exit mobile version