Wednesday, November 12, 2025

টোকিও অলিম্পিক্সের আগে নতুন স্পনসরের খোঁজে ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন

Date:

টোকিও অলিম্পিক্সের ( tokyo olympic) আগে জার্সি স্পনসরের  সঙ্গে চুক্তি বাতিল করল ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন( indian olympic association)। অলিম্পিক্সে সিন্ধুদের জন‍্য ইতিমধ্যেই নতুন স্পনসর খুঁজতে শুরু করল ভারত। আগের স্পনসর চিনা সংস্থা হওয়ায় তা নিয়ে বিতর্ক দেখা দেয়, সেই কারণে পোশাক প্রস্তুতকারক সংস্থার সঙ্গে চুক্তি বাতিল করার সিদ্ধান্ত নেয় ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন। টোকিও অলিম্পিক্সের জন্য নতুন জার্সি বেশ কিছুদিন আগেই প্রকাশ করেছিল ভারত। কিন্তু সেই জার্সি চিনা সংস্থার তৈরি হওয়ায়, তা নিয়ে প্রবল বিতর্কের সৃষ্টি হয়। এর কারণেই সেই সংস্থার সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে ভারত।  করোনা অতামারির পর ভারতীয়দের চিনা দ্রব্য বর্জন করার ডাক দেওয়া হয়েছে। এরপরও অলিম্পিক্সের মত বড় মঞ্চে পোশাক স্পনসর হিসেবে চিনা সংস্থাকে দায়িত্ব দেওয়ায় শুরু হয় বিতর্ক।

এদিন ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের কর্তা নরেন্দ্র বাত্রা ও রাজিব মেহতা জানান, “আমরা সমর্থকদের আবেগ সম্পর্কে অবগত। সেই জন্যই আইওএ এর তরফ থেকে পোশাক প্রস্তুতকারক সংস্থার সঙ্গে চুক্তি বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমাদের খেলোয়াড়, কোচ, সহকারী কারও পোশাকেই কোনও স্পনসর থাকছে না।”

ইতিমধ্যেই ভারতীয় দলের নতুন স্পনসরের খোঁজ শুরু করে দিয়েছেন কর্তারা। বেশ কিছু সংস্থা ইতিমধ্যেই যোগাযোগ করেছেন বলে দাবি।  তাদের সঙ্গে কথা বলছেন কর্তারা। সব ঠিক থাকলে নতুন স্পনসর পেয়ে যেতে পারে ভারতের অলিম্পিক্স সংস্থা।

আরও পড়ুন:এশীয় বিদ্বেষী পোস্ট বিতর্কে নাম জড়াল ইয়ন মর্গ‍্যান এবং জস বাটলারের, তদন্তে ইসিবি

Related articles

আর্থিক দুনীতির গুরুতর অভিযোগ, রাজ্য ভলিবল সচিবের বিরুদ্ধে নজিরবিহীন বিদ্রোহ

নজিরবিহীন কাণ্ড রাজ্য ভলিবলে(Volleyall)। সচিব পল্টু রায়চৌধুরীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলেন কর্তাদের একাংশ। অভিযোগ উঠেছে মঙ্গলবার পল্টুর অনুগামীরা...

ভারতকে সমীহ টেস্টের বিশ্ব চ্যাম্পিয়নদের, স্পিন অস্ত্রেই জোর প্রোটিয়াদের

বর্তমানে টেস্টের বিশ্ব চ্যাম্পিয়ন(WTC) দক্ষিণ আফ্রিকা(South Africa)। কিন্তু ভারতে এসে গম্ভীরের দলকে হারানো যে কঠিন বিলক্ষণ জানে প্রোটিয়ারা।ভারতকে...

২০০৯-এ ডিলিমিটেশন হলে ২০০২-এর ভোটার তালিকা ধরে কেন SIR, কমিশনের সিদ্ধান্তে প্রশ্ন কল্যাণের 

নির্বাচন কমিশনের একের পর এক সিদ্ধান্তকে তীব্র ভাষায় আক্রমণ করলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ ও আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বুধবার...

এশিয়ার প্রথম মহিলা হিসেবে ডি-লিট মমতাকে, জানাল ওকায়ামা বিশ্ববিদ্যালয়

বাংলার মুকুটে গৌরবের পালক। এশিয়ার প্রথম মহিলা হিসেবে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) সাম্মানিক ডিলিট দেওয়া হল।...
Exit mobile version