Sunday, November 9, 2025

করোনা আতিমারির (Corona pandemic) জেরে গত বছর সংসদের (parliament of India) বাদল অধিবেশন (monsoon session) নির্ধারিত সময়ের বেশ কিছুটা পরে শুরু হয়েছিল । কিন্তু চলতি বছরের বাদল অধিবেশন হবে নির্ধারিত সময়ে অর্থাৎ জুলাই মাসেই। সংসদীয় বিষয়ক মন্ত্রী  প্রহ্লাদ যোশী এ কথা জানিয়েছেন (Prahlad Joshi minister of parliamentary affairs)।

কোভিড প্রোটোকল (covid protocol)মেনেই হবে এই অধিবেশন। তাই যাবতীয় তোড়জোড় করতে খুব শীঘ্রই বৈঠকে বসতে চলছে সংসদীয় বিষয়ক কমিটি। সংসদ সূত্রে জানা গিয়েছে, আগামী ১৬ জুন পাবলিক অ্যাকাউন্ট কমিটি বৈঠকে (PAC meeting) বসতে পারে। তারপর ২৩ জুন শ্রমিকদের জন্য গঠিত সংসদীয় কমিটিও বৈঠকে বসবে। সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী জানিয়েছেন, “আগামী জুলাইতে নির্ধারিত সময়েই চলতি বছরের বাদল অধিবেশন শুরু হবে । এ নিয়ে আমি আশাবাদী। করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের ধাক্কা আপাতত অনেকটাই সামলে উঠেছে দেশ। তাই নির্ধারিত সময়েই বাদল অধিবেশন শুরু করার পরিকল্পনা চলছে। ইতিমধ্যেই অধিকাংশ সাংসদ ও তাঁদের পরিবারকে টিকা দেওয়া হয়েছে। এছাড়াও সংসদভবনের সমস্ত কর্মীদেরও টিকাকরন সম্পন্ন হয়েছে।” সুতরাং চলতি বছরের বাদল অধিবেশন জুলাইতে শুরু করার কোন সমস্যা রইল না।

 

বিগত বছরে করোনা সংক্রমণের জেরে জুলাই মাসের শুরু হয়েছিল সেপ্টেম্বরে। শুধু তাই নয় একাধিক সাংসদ করোনা আক্রান্ত হয়ে় পড়ায় অধিবেশনের মেয়াদও কমিয়ে দিতে হয়েছিল। তারপর সেই একই কারণে শীতকালীন অধিবেশনও বাতিল হয়ে যায়।

Related articles

বালিচকের প্লাটফর্মে ধাক্কা মালগাড়ির, অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা

রবিবার সকালে খড়্গপুর ডিভিশনে রেল দুর্ঘটনা। নটা নাগাদ বালিচক স্টেশনে বিকট আওয়াজে একটি মালগাড়ির ইঞ্জিন ধাক্কা মারে প্ল্যাটফর্মে।...

তারকেশ্বরে শিশুকন্যাকে অপহরণ করে যৌন নির্যাতন, গ্রেফতার দাদু!

চার বছরের ঘুমন্ত শিশুকন্যাকে মশারি কেটে বের করে নিয়ে গিয়ে যৌন নির্যাতন। তারকেশ্বর স্টেশন (Tarkeswar Station) সংলগ্ন ড্রেন...

রবিবাসরীয় সকালে চাঁদনী চকের CESC অফিসের ট্রান্সফর্মারে বিস্ফোরণ!

সাতসকালে মহানগরীতে ফের অগ্নিকাণ্ড (Fire incident in Kolkata)। সকাল ৭টা ১০ মিনিট নাগাদ চাঁদনী চকের CESC অফিসের একটি...

গ্রিন লাইনে ট্র্যাফিক ব্লক, রবির শেষ মেট্রোসূচিতে বদল!

ছুটির দিনে মহানগরীর পাতাল পরিষেবায় বদল। হাওড়া ময়দান - সেক্টর ফাইভ (Howrah Maidan to Sector V) রুটে শেষ...
Exit mobile version