কোপা আমেরিকা( Copa America) খেলতে তৈরি ব্রাজিল( brazil)। মঙ্গলবার প্যারাগুয়ে ম্যাচের পর এমনটাই জানান হল। ব্রাজিলের ফুটবলাররা বলেছিলেন, মঙ্গলবার প্যারাগুয়ে ম্যাচের পর নিজেদের সিদ্ধান্ত জানাবেন যে তারা কোপা আমেরিকা খেলবে কিনা। সেইমত প্যারাগুয়ে ম্যাচের পর,মত জানিয়ে দেন নেইমাররা। তবে কোপা আমেরিকা আদৌ ব্রাজিলে হবে কিনা, তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সর্বোচ্চ আদালত। এই নিয়ে শুনানি হওয়ার কথা বৃহস্পতিবার।

এদিন খেলোয়াড়রা তাদের বিবৃতিতে লিখেছেন, “আমরা ঐক্যবদ্ধ। কিন্তু প্রত্যেকের ভাবনা আলাদা। মানবিকতা হোক বা পেশাগত আচরণ, বিভিন্ন কারণেই এ ভাবে কোপা আমেরিকা আয়োজন হওয়া নিয়ে আমরা অসন্তুষ্ট। আমরা পেশাদার ফুটবলার। সবুজ-হলুদ জার্সিকে গৌরবান্বিত করা আমাদের দায়িত্ব, যারা পাঁচ বার বিশ্বকাপ জিতেছে। আমরা কোপা আমেরিকা আয়োজনের বিরুদ্ধে। কিন্তু ব্রাজিলের জাতীয় দলকে কোনওদিন ফিরিয়ে দেব না।”

এদিকে, কোপা আয়োজনের বিরুদ্ধে ব্রাজিলের বিভিন্ন আদালতে মামলা হয়েছে। সেই নিয়ে আগামী বৃহস্পতিবার শুনানি হবে ব্রাজিলের সুপ্রিম কোর্টে।

আরও পড়ুন:ফ্রেঞ্চ ওপেনের সেমিফাইনালে পৌঁছে গেলেন স্টেফানোস তিতসিপাস
