Wednesday, November 5, 2025

তিলোত্তমা কলকাতা চিরকাল সকলকে আপন করে নিয়েছে। ভিন রাজ্য হোক বা ভিনদেশি, কলকাতা তার কৃষ্টি-সংস্কৃতি মেনে সকলকেই জায়গা করে দেয়। কিন্তু তারই সুযোগ নিয়ে কখনও কখনও অপরাধীরা অপরাধমূলক কাজকর্ম সংঘটিত করার জন্য এই শহরকেই অনেক সময় বেঁচে নেয়। ভালো মানুষের মুখোশের আড়ালে গা ঢাকা দেয় তারা। তাই বেশ কয়েক বছর ধরে শহর ও শহরতলী হয়ে উঠেছে অপরাধীদের নিরাপদ ডেরা। আর তার জন্য সবচেয়ে বেশি দায়ী শহর ও শহরতলীতে ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা বহুতলের ফ্ল্যাট মালিকরা। তারই একটা দৃষ্টান্ত এবার দেখলো নিউটাউন সাপুরজি। কলকাতা পুলিশের এসটিএফের এনকউন্টারে খতম হলো পাঞ্জাবের কুখ্যাত দুষ্কৃতী জয়পাল সিং ভুল্লার ও তার এক সঙ্গী।

কিন্তু শহর বা রাজ্যে এই প্রথম এনকাউন্টার নয়, এর আগেও কুখ্যাত অপরাধীদের এনকউন্টারের সাক্ষী থেকে এ রাজ্য। উল্লেখ্যযোগ্য ও বহুচর্চিত কয়েকটি এনকউন্টারের ঘটনা উদাহরণ রাখা হলো–

(১) ১৯৯৮ সালে পার্ক স্ট্রিট এনকাউন্টারের ঘটনা আজও টাটকা। যেখানে উত্তরপ্রদেশ পুলিশের এসটিএফের এনকাউন্টারে মৃত্যু হয় মনজিৎ সিং মাঙ্গের সহযোগীদের। পায়ে গুলি লাগে মনজিতের।

(২) ১৯৯৮ সালেই দমদমে এনকাউন্টার হয়। কুখ্যাত অপরাধী ওয়াজিদ অকুনজি ও কলকাতা পুলিশের গোয়েন্দাদের মধ্যে গুলি বিনিময় হয়। এসআই মনোজ দাস ও দুষ্কৃতী অকুনজি আহত হয় সেই ঘটনায়।

(৩) কয়েক বছর আগে হাওড়ার ঘুষুড়িতে এনকাউন্টারে মৃত্যু হয় এক দুষ্কৃতীর।

(৪) জঙ্গলমহলে মাওবাদী নেতা কিষেনজির মৃত্যু হয় রাজ্য পুলিশের এনকউন্টারে। কিষেনজি ও তার সঙ্গীরাও পুলিশকে তাক করে অনবরত গুলি চালিয়েছিল।

(৫) ২০১৯ সালের পুলিশ আত্মসমর্পণ-এর সুযোগ দিলেও তাতে রাজি না হওয়ায় প্রভু সাউ নামে এক দুষ্কৃতী এনকাউন্টারে খতম হয়।

আরও পড়ুন- বজ্রপাতে মৃতদের পরিবারের সঙ্গে দেখা করতে আজ হুগলিতে অভিষেক

 

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version