Friday, August 22, 2025

নিউটাউন এনকাউন্টার: দুই দুষ্কৃতীর মৃতদেহ শনাক্ত করলো পাঞ্জাব পুলিশ

Date:

নিউটাউনের সাপুরজির আবাসনে লুকিয়ে থাকা পাঞ্জাবের দুই কুখ্যাত দুষ্কৃতী জয়পাল ভুল্লার ও জসসি খারার এনকউন্টারে মৃত্যু হওয়ার পর তাদের মৃতদেহ শনাক্ত করলো পাঞ্জাব পুলিশ। আজ, বৃহস্পতিবার বিশেষ বিমানে কলকাতায় চলে আসেন পাঞ্জাব পুলিশের দুই শীর্ষ আধিকারিক।এনকাউন্টারে নিহত কুখ্যাত দুষ্কৃতীদের দেহ মর্গে গিয়ে শনাক্তও করেছেন তাঁরা।

“অপারেশন গ্যাংস্টার”। শহরতলীর বুকে নিউটাউনের সাপুরজির মতো এলিট ক্লাস এলাকায় একেবারে ফ্লিল্মি কায়দায় শুটআউট। প্রায় ১৫ মিনিটের রুদ্ধশ্বাস গুলির লড়াই। আর তাতেই খতম পাঞ্জাবের দুই কুখ্যাত দুষ্কৃতী জয়পাল ভুল্লার ও জসসি খারার। দুষ্কৃতীদের পাল্টা গুলিতে আহত অপারেশনের লিডে থাকা অফিসার কার্তিকমোহন ঘোষ।

আরও পড়ুন:এক নজরে রাজ্যে পুলিশ-দুষ্কৃতী এনকাউন্টারের ইতিহাস

উল্লেখ্য, জয়পালের ভুল্লারের মাথার দাম ১০ লক্ষ ও জসসির ৫ লক্ষ টাকা ঘোষণা করেছিল পাঞ্জাব পুলিশ। খালিস্তানি জঙ্গি কার্যকলাপে যুক্ত থাকা থেকে শুরু করে পাক মাফিয়াদের সঙ্গে মাদক কারবার, বিদেশে বেআইনি অস্ত্র কারবার, ডাকাতি, অপহরণ, লুঠ, পুলিস কর্মীকে খুন-সহ একাধিক মামলায় পুলিশের খাতায় “মোস্ট ওয়ান্টেড” ছিল জয়পাল ও তার সঙ্গী।

কলকাতা পুলিশের এসটিএফের ভূয়সী প্রশংসা করেছে পাঞ্জাব পুলিশ। তবে জীবিত ধরা গেলে তদন্তে অনেক জাল খুলে যেতে পারতো বলে মনে করে পাঞ্জাব পুলিশ। কিন্তু কুখ্যাত জয়পাল নিকেশ হওয়াতে অনেকটাই স্বস্তি পেয়েছে পাঞ্জাব পুলিশ। এবার সে রাজ্যে অপরাধমূলক কাজকর্ম অনেকটাই কমবে বলে দাবি তাদের।

এদিকে, নিউটাউনে কীভাবে ফ্যাট ভাড়া পেল জয়পাল ভুল্লার ও জসসি খারার তা নিয়ে জোরদার তদন্ত শুরু করেছে পুলিশ। তাদের ফ্ল্যাটের সন্ধান দেওয়া দু’জন ব্রোকারকে ইতিমধ্যেই জিজ্ঞাবাদ করেছে পুলিশ। খুনের চেষ্টা ও অস্ত্র আইনে মামলা রুজু করে ঘটনার তদন্তে নেমেছে বিধাননগর কমিশনারেটের গোয়েন্দারাও।

Related articles

বেনজির! সাংবাদিক বৈঠক ছাড়াই জয়েন্টের মেধা তালিকা প্রকাশ, সফলদের শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

বেনজির। নির্ধারিত সময়ের আগেই সাংবাদিক বৈঠক ছাড়াই ফল প্রকাশ করল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। শুক্রবার, সুপ্রিম কোর্টের নির্দেশের পরেই...

রাজনীতি করতে বাংলায় ‘পর্যটক’ মোদির আগমনে প্রধানমন্ত্রীকে ৫ প্রশ্ন তৃণমূলের

ছাব্বিশের ভোটের (WB Assembly Election) কথা মাথায় রেখে নির্বাচন পূর্ববর্তী 'নাটক' করতে বাংলায় ডেইলি প্যাসেঞ্জারি শুরু করেছে বিজেপির...

আজ দুপুরেই জয়েন্টের ফল: হাই কোর্টের নির্দেশে স্থগিতাদেশ দিয়ে জানাল শীর্ষ আদালত, নয়া মেধাতালিকা প্রকাশও

জয়েন্ট এন্ট্রান্সের মেধা তালিকা নিয়ে নয়া নির্দেশ সুপ্রিম কোর্টের (Supreme Court)। কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দের নির্দেশে স্থগিতাদেশ...

গায়ক থেকে পরিচালক, নওয়াজউদ্দিনকে নিয়ে শান্তিনিকেতনে শ্যুটিং অরিজিতের!

রেকর্ডিং ফ্লোর থেকে স্টেজ, কণ্ঠের জাদুতে হিমাচলের মন জয় করার পর এবার ক্ল্যাপস্টিক হাতে চমকে দিলেন অরিজিৎ সিং...
Exit mobile version