Tuesday, August 26, 2025

একা-একা জোটের সিদ্ধান্ত নিয়েছে সিপিএম, চিঠিতে জবাব না পেয়ে ফ্রন্টে বিদ্রোহী ফব

Date:

আবার বামফ্রন্টে বিদ্রোহের সুর। শরিক ফরওয়ার্ড ব্লকের সাফ কথা, জোট থেকে আসন সমঝোতা কোনও বিষয়েই বামফ্রন্টের বৈঠক করে সিদ্ধান্ত নেওয়া হয়নি একুশের বিধানসভা ভোটে। সব সিদ্ধান্তই চাপিয়ে দিয়েছে বড় শরিক সিপিএম। এ নিয়ে চিঠি লিখে জবাব চাইলেও বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু দায়সারা উত্তর দিয়েছেন। ফলে পরবর্তী বৈঠকের আগে যথার্থ জবাব না পেলে তাঁরা বামফ্রন্ট বৈঠক বয়কট করবেন। প্রয়োজনে আরও বড় পদক্ষেপ।

বিগত বামফ্রন্ট বৈঠকে ফরওয়ার্ড ব্লকের তরফে নরেন দে বলেন, এবারের ভোটে কংগ্রেস বা আইএসএফের সঙ্গে জোট নিয়ে শরিকদের সঙ্গে বৈঠকই হয়নি ফ্রন্টে। এভাবে এর আগে সিদ্ধান্ত হয়নি। একক সিদ্ধান্ত নিয়েছে সিপিএম। চাপিয়ে দিয়েছে শরিকদের উপর। কেন এভাবে সিদ্ধান্ত? জানতে চেয়ে এ নিয়ে চিঠি দেওয়া হয়েছে বলে বৈঠকে জানানো হয়। প্রত্যুত্তরে বিমান বৈঠকের মাঝে বলেন, চিঠি দিয়েছ? কই জানি না তো! অপমানিত ও অপ্রস্তুত ফব নেতৃত্ব ফের চিঠি দেন। কিন্তু সে চিঠির যে জবাব দেন বামফ্রন্ট চেয়ারম্যান, তাতে অসন্তোষ আরও বাড়ে।

এরপরেই ফরওয়ার্ড ব্লক নেতৃত্ব বিষয়টি নিয়ে কড়া মনোভাব নেয়। কাল, শুক্রবার ফব সম্পাদকীয় বৈঠকে বসছে। শনিবার এ নিয়ে সিদ্ধান্ত জানাবে। দলের অন্দরের খবর, জবাব না দিলে এবার বামফ্রন্ট বৈঠকে যাবে না ফরওয়ার্ড ব্লক। প্রয়োজনে উপেক্ষার জবাব ফ্রন্ট থেকে বেরিয়ে গিয়ে দিতে পারে বলেও হুমকির সুর শরিক দলের অন্দরে।

আরও পড়ুন- করোনা বিধি মেনে এবার ভক্তদের অনুপস্থিতিতেই রথে চড়বেন জগন্নাথ দেব

 

Related articles

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...

ধনধান্যে ভরে, মা এসেছে ঘরে: মুখ্যমন্ত্রীর লেখা-সুরে গান এবার দুর্গাপুজোয়

বাংলা ও বাঙালির বড় উৎসব আর পুজোর গান— এক অপূর্ব মেলবন্ধন। এখন দুর্গাপুজোয় মণ্ডপে মণ্ডপে বাজে মুখ্যমন্ত্রীর লেখা...
Exit mobile version