‘মা’ রান্নাঘর উদ্বোধন। সুকিয়া স্ট্রিট মোড়। বৃহস্পতিবার। আর্থিক চাপে থাকা মানুষদের জন্য পাঁচ টাকায় মধ্যাহ্নভোজ। মুখ্যমন্ত্রীর ভাবনা। কলকাতা পুরসভা ও বাংলা সিটিজেন্স ফোরামের উদ্যোগে। সঙ্গে মায়া ফাউন্ডেশন। আপাতত রোজ চলবে ক্যান্টিন। উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন রাজ্য তৃণমূল সাধারণ সম্পাদক কুণাল ঘোষ, সম্পাদক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, বিধায়ক বিবেক গুপ্তা, পুর কোঅর্ডিনেটর স্মিতা বক্সি, সমাজসেবী রূপা মজুমদার, রাইস কর্ণধার শমিত রায়, আমহার্স্ট স্ট্রিট থানার ট্রাডিশনাল ওসি মানব রায়চৌধুরী, প্রাক্তন বিধায়ক সঞ্জয় বক্সি, ডাঃ মীনাক্ষী গঙ্গোপাধ্যায় প্রমুখ। ছিলেন সৌম্য, জয়, মৃত্যুণ, জান, সৌরভ, শানু, বাবান, দিয়াসহ ছাত্র যুব নেতৃত্ব। ছিলেন বাংলা সিটিজেন্স ফোরামের শ্যামল দত্ত, অয়ন চক্রবর্তী, ভাস্কর চৌধুরী, দেবাশিস চট্টোপাধ্যায়, সোমনাথ, অভিজিৎ, বাবাইসহ গোটা টিম। এলাকার বহু মানুষ এখন এই 5 টাকার মধ্যাহ্নভোজের পরিষেবা। কুণাল বলেন,” একদিকে সস্তায় সুষম খাদ্য, অন্যদিকে এই রান্নাঘরের কর্মসংস্থান- মানুষকে সাহায্য করছে মুখ্যমন্ত্রীর এই স্কিম।”

আরও পড়ুন:প্রধানমন্ত্রীকে দাড়ি কাটতে ১০০ টাকা পাঠালেন বারামতীর চা-ওয়ালা
