বীরভূম লোকসভার অন্তর্গত ৫টি পুরসভায় কোভিড পরিস্থিতি নিয়ে বৈঠক করলেন বীরভূমের তৃণমূল সাংসদ শতাব্দী রায়। তিনি জানিয়েছেন, সাংসদ তহবিল থেকে অক্সিজেন সিলিন্ডার দেওয়ার ব্যবস্থা করবেন তিনি।

বুধবার প্রথমে নলহাটি ও তার পরে রামপুরহাট পুরসভায় আধিকারিকদের নিয়ে বৈঠক করেন শতাব্দী। রামপুরহাটে বৈঠকে ছিলেন স্থানীয় তৃণমূল বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়ও। বৈঠক শেষে শতাব্দী বলেন, পাঁচটি পুরসভায় কত অক্সিজেন সিলিন্ডার লাগবে তার হিসাব নেওয়া হচ্ছে। সাংসদ তহবিলে এখন খুব বেশি টাকা নেই। তবে টাকা আসার কথা রয়েছে। সেই টাকা আসার পরে অক্সিজেন সিলিন্ডার দেওয়া হবে।

এ ছাড়া সংসদের আগামী অধিবেশনে বীরভূম লোকসভা এলাকায় জাতীয় সড়কের হাল নিয়ে তিনি সরব হবেন বলেও জানিয়েছেন বীরভূমের সাংসদ।
সিউড়িতে তৃণমূলের জেলা কার্যালয়ে দলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল এবং দলীয় কর্মীদের সঙ্গেও তিনি বৈঠক করেন।
