Friday, November 28, 2025

রাজ্য বিজেপির নতুন কমিটি ! গেরুয়া শিবিরে জল্পনা তুঙ্গে

Date:

Share post:

বিজেপি’র রাজ্য কমিটিতে পরিবর্তনের সম্ভাবনা জোরদার হচ্ছে৷ গেরুয়া অন্দরের জল্পনা, যে কোনও মুহুর্তে বঙ্গ-বিজেপির নতুন কমিটি ঘোষণা হতে পারে৷ বদল হবেন সভাপতিও৷ বর্তমান রাজ্য সভাপতি দিলীপ ঘোষের কেন্দ্রীয় মন্ত্রিসভায় ঠাঁই পাওয়ার সম্ভাবনা উজ্জ্বল ৷

২০২৪-এ লোকসভা ভোট৷ মোদির নির্বাচন৷ বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর লোকসভা ভোট নিয়ে কোনও ঝুঁকি নিতে চায়না বিজেপির কেন্দ্রীয় নেতারা৷ রাজ্য বিজেপির একাংশের বক্তব্য, সেই লক্ষ্যেই চলছে ‘ঘর গোছানো’-র কাজ৷ দিলীপ ঘোষকে আঁধারে রেখে শুভেন্দু-সহ তিন সাংসদকে দিল্লিতে ডেকে পাঠিয়ে এই বার্তাই দেওয়া হয়েছে৷ সূত্রের খবর, শুভেন্দু অধিকারীর হাতেই বিধানসভার পাশাপাশি রাজ্য সংগঠনের দায়িত্ব তুলে দিতে চায় শীর্ষ নেতারা৷ এই মুহুর্তে রাজ্য বিজেপির অভ্যন্তরীণ সমীকরণে সাংসদ অর্জুন সিং, সৌমিত্র খান, নিশীথ প্রামানিক, লকেট চট্টোপাধ্যায় বা বাবুল সুপ্রিয়’র মতো সাংসদরা শুভেন্দুকেই পছন্দ করছেন৷ বাবুল সুপ্রিয় কিছুদিন আগেই কেন্দ্রীয় নেতাদের জানিয়েছিলেন, শুভেন্দুকে বিরোধী নেতার পাশাপাশি দলের রাজ্য সভাপতিও করে দেওয়া হোক৷

ভোটে হারার পর রাজ্য বিজেপি কার্যত কিছু দ্বীপের চেহারা নিয়েছে৷ এক একটি গোষ্ঠীর নেতা এক একজন৷ কারো সঙ্গে কারোর সম্পর্ক ভালো নয়৷ দিল্লি এখন চিন্তিত বঙ্গ-বিজেপির চূড়ান্ত এই কোন্দল নিয়ে৷ রাজ্যে দল যে দু-তিন টুকরো হয়ে গিয়েছে, তা টের পাচ্ছেন মোদি-শাহ৷ পাশাপাশি বিজেপি ছেড়ে অন্য দলে যোগ দিতে চাওয়া লোকজনের সংখ্যাও বাড়ছে৷ এই সময় দলীয় নেতৃত্বে ‘টাফ’ এবং পরীক্ষিত মুখ না আনলে ২০২৪-এর ভোটে বড়সড় ধাক্কা খাবে দল৷ সূত্রের খবর এই কারনেই দিল্লিতে তলব করা হয় শুভেন্দুকে৷ প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, জেপি নাড্ডার পাশাপাশি শুভেন্দু কথা বলেন ভূপেন্দ্র যাদব, ধর্মেন্দ্র প্রধানের সঙ্গেও৷ বুধবার অর্জুন, সৌমিত্র এবং নিশীথের সঙ্গে আলোচনার পর ফের শুভেন্দু কথা বলেন কেন্দ্রীয় নেতাদের সঙ্গে৷ এদিকে দিল্লিতে ডাক না পাওয়া দিলীপ ঘোষ গত দু’দিন ধরে বলে চলেছেন, শুভেন্দু বা তিন সাংসদ কেন দিল্লি গিয়েছেন, তিনি জানেন না৷ এতে স্পষ্ট হয়েছে, মোদি-শাহ বাংলা নিয়ে আলোচনা করলেও, সেই বৈঠকে দিলীপ ঘোষের উপস্থিতি চাইছেন না৷
বিজেপির নির্ভরযোগ্য সূত্র বলছে,রাজ্য কমিটি রদবদল নিশ্চিত ৷ নতুন সভাপতির নাম ঘোষণা হতে চলেছে৷ তৈরি হবে নতুন রাজ্য কমিটিও৷ শাখা সংগঠনেও রদবদল হচ্ছে৷ এবং সব কিছুই হচ্ছে শুভেন্দু অধিকারীর সঙ্গে আলোচনা করেই৷

Advt

spot_img

Related articles

বিহুর রিসেপশনে নক্ষত্র সমাবেশ, বাইরে দাঁড়িয়ে ছেলের বিয়ের অতিথি আপ্যায়ন স্বয়ং খরাজের

পর্দায় তিনি যতই ডাকসাইটে করা ধাঁচের বাবা হোন না কেন বাস্তবে একেবারে উল্টো। নিজে গেটে দাঁড়িয়ে সারাক্ষণ ছেলে...

তৃণমূলের উত্তর দিতে ব্যর্থ কমিশন! CCTV প্রকাশের চ্যালেঞ্জ অভিষেকের

নির্বাচন কমিশনের দেওয়া সময় মেনেই দিল্লিতে কমিশন দফতরে শুক্রবার প্রশ্ন নিয়ে গিয়েছিলেন তৃণমূলের ১০ সদস্যের প্রতিনিধিদল। তৃণমূলের প্রশ্নের...

মৃত ভোটার ছাড়ালো ১৫ লক্ষ, ডুপ্লিকেট ৫৮ হাজার! প্রকাশ্যে কমিশনের ত্রুটি

প্রতিটি নির্বাচনের আগে বিশেষ নিবিড় সংশোধনী না হলেও সংশোধিত ভোটার তালিকা তৈরি করে নির্বাচন কমিশন। তার পরেও ঘটা...

দায়ী ত্রুটিপূর্ণ App: এবার মোদির রাজ্যে BLO মৃত্যুতে কাঠগড়ায় কমিশন

খোদ নরেন্দ্র মোদির রাজ্য গুজরাটে নির্বাচন কমিশনের এসআইআর প্রক্রিয়ার চাপে জারি মৃত্যু মিছিল। কখনও সেখানে কাজের চাপ সহ্য...