Sunday, May 18, 2025

রাজ্য বিজেপির নতুন কমিটি ! গেরুয়া শিবিরে জল্পনা তুঙ্গে

Date:

Share post:

বিজেপি’র রাজ্য কমিটিতে পরিবর্তনের সম্ভাবনা জোরদার হচ্ছে৷ গেরুয়া অন্দরের জল্পনা, যে কোনও মুহুর্তে বঙ্গ-বিজেপির নতুন কমিটি ঘোষণা হতে পারে৷ বদল হবেন সভাপতিও৷ বর্তমান রাজ্য সভাপতি দিলীপ ঘোষের কেন্দ্রীয় মন্ত্রিসভায় ঠাঁই পাওয়ার সম্ভাবনা উজ্জ্বল ৷

২০২৪-এ লোকসভা ভোট৷ মোদির নির্বাচন৷ বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর লোকসভা ভোট নিয়ে কোনও ঝুঁকি নিতে চায়না বিজেপির কেন্দ্রীয় নেতারা৷ রাজ্য বিজেপির একাংশের বক্তব্য, সেই লক্ষ্যেই চলছে ‘ঘর গোছানো’-র কাজ৷ দিলীপ ঘোষকে আঁধারে রেখে শুভেন্দু-সহ তিন সাংসদকে দিল্লিতে ডেকে পাঠিয়ে এই বার্তাই দেওয়া হয়েছে৷ সূত্রের খবর, শুভেন্দু অধিকারীর হাতেই বিধানসভার পাশাপাশি রাজ্য সংগঠনের দায়িত্ব তুলে দিতে চায় শীর্ষ নেতারা৷ এই মুহুর্তে রাজ্য বিজেপির অভ্যন্তরীণ সমীকরণে সাংসদ অর্জুন সিং, সৌমিত্র খান, নিশীথ প্রামানিক, লকেট চট্টোপাধ্যায় বা বাবুল সুপ্রিয়’র মতো সাংসদরা শুভেন্দুকেই পছন্দ করছেন৷ বাবুল সুপ্রিয় কিছুদিন আগেই কেন্দ্রীয় নেতাদের জানিয়েছিলেন, শুভেন্দুকে বিরোধী নেতার পাশাপাশি দলের রাজ্য সভাপতিও করে দেওয়া হোক৷

ভোটে হারার পর রাজ্য বিজেপি কার্যত কিছু দ্বীপের চেহারা নিয়েছে৷ এক একটি গোষ্ঠীর নেতা এক একজন৷ কারো সঙ্গে কারোর সম্পর্ক ভালো নয়৷ দিল্লি এখন চিন্তিত বঙ্গ-বিজেপির চূড়ান্ত এই কোন্দল নিয়ে৷ রাজ্যে দল যে দু-তিন টুকরো হয়ে গিয়েছে, তা টের পাচ্ছেন মোদি-শাহ৷ পাশাপাশি বিজেপি ছেড়ে অন্য দলে যোগ দিতে চাওয়া লোকজনের সংখ্যাও বাড়ছে৷ এই সময় দলীয় নেতৃত্বে ‘টাফ’ এবং পরীক্ষিত মুখ না আনলে ২০২৪-এর ভোটে বড়সড় ধাক্কা খাবে দল৷ সূত্রের খবর এই কারনেই দিল্লিতে তলব করা হয় শুভেন্দুকে৷ প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, জেপি নাড্ডার পাশাপাশি শুভেন্দু কথা বলেন ভূপেন্দ্র যাদব, ধর্মেন্দ্র প্রধানের সঙ্গেও৷ বুধবার অর্জুন, সৌমিত্র এবং নিশীথের সঙ্গে আলোচনার পর ফের শুভেন্দু কথা বলেন কেন্দ্রীয় নেতাদের সঙ্গে৷ এদিকে দিল্লিতে ডাক না পাওয়া দিলীপ ঘোষ গত দু’দিন ধরে বলে চলেছেন, শুভেন্দু বা তিন সাংসদ কেন দিল্লি গিয়েছেন, তিনি জানেন না৷ এতে স্পষ্ট হয়েছে, মোদি-শাহ বাংলা নিয়ে আলোচনা করলেও, সেই বৈঠকে দিলীপ ঘোষের উপস্থিতি চাইছেন না৷
বিজেপির নির্ভরযোগ্য সূত্র বলছে,রাজ্য কমিটি রদবদল নিশ্চিত ৷ নতুন সভাপতির নাম ঘোষণা হতে চলেছে৷ তৈরি হবে নতুন রাজ্য কমিটিও৷ শাখা সংগঠনেও রদবদল হচ্ছে৷ এবং সব কিছুই হচ্ছে শুভেন্দু অধিকারীর সঙ্গে আলোচনা করেই৷

Advt

spot_img

Related articles

বেআইনি নির্মাণ মুম্বইয়ে! মিঠুনকে আইনি চিঠি বিএমসি-র

অবৈধ নির্মাণের সন্ধানে গিয়ে তাজ্জব বৃহন্মুম্বই মিউনিসিপাল কর্পোরেশন (BMC)। এবার অভিনেতা মিঠুন চক্রবর্তীর (Mithun Chakraborty) অবৈধ নির্মাণের বিরুদ্ধে...

‘পারলে ধরে দেখাও’- দেওয়াল লিখনে পুলিশকে চ্যালেঞ্জ, আমেরিকায় জেল ভেঙে পালালো বন্দিরা!

পাঁচ শব্দের একটা বাক্য, আর তাতেই প্রশ্নের মুখে আমেরিকার মতো শক্তিধর দেশের কারাগারের নিরাপত্তা ব্যবস্থা। নিউ অরলিন্সে জেল...

টেস্ট অধিনায়ক হিসাবে গাভাসকরেরও পছন্দ শুভমন গিল

রোহিত শর্মা(Rohit Sharma) পরবর্তী ভারতীয় টেস্ট দলের অধিনায়ক কে হবেন। এই নিয়েই এখন চর্চা তুঙ্গে। কারোর মুখে জসপ্রীত...

১০০ দিনের কাজে ৭১ কোটি টাকা দুর্নীতির অভিযোগ, মোদি রাজ্যে গ্রেফতার মন্ত্রী-পুত্র

একশো দিনের কাজে বিরাট দুর্নীতি নরেন্দ্র মোদির (Narendra Modi State) রাজ্যে। গুজরাট থেকে গ্রেফতার করা হল বিজেপি মন্ত্রীর...